বর্ষাকালে মাছ চাষে প্রস্তুতি নিবেন যেভাবে

429

বর্ষাকালে মাছ চাষে যেসব পদক্ষেপ গ্রহণ করতে হবে সেগুলো মাছ চাষিদের জেনে রাখা দরকার। মাছ চাষ আমাদের দেশে বেশ লাভজনক পেশা হিসেবে পরিচিতি পেয়েছে। ঋতুভেদে মাছ চাষে কিছু আলাদা পদক্ষেপ নিতে হয়। বর্ষাকালে মাছ চাষেও বেশ কিছু বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হয়। আজকে আমরা জেনে নেই বর্ষাকালে মাছ চাষে যেসব পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই সম্পর্কে-

বর্ষাকালে মাছ চাষে যেসব পদক্ষেপ গ্রহণ করতে হবেঃ
বর্ষাকালে পুকুরে মাছের চাষ করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়। সেগুলো নিচে দেওয়া হল-

১। বর্ষাকালে পুকুরে মাছ চাষ করার জন্য পুকুর পাড় অনেক উচু করতে হবে। এমনভাবে পুকুরের পাড় নির্মাণ করতে হবে যাতে কোনভাবেই বন্যার পানি প্রবেশ করতে না পারে। আর প্রয়োজন হলে পুকুরের চারদিকে নেট দিয়ে উচু করে বেড়া দিয়ে দিতে হবে। এতে পুকুরের মাছ বাইরে যেতে পারবে না।

২। বর্ষাকালে মাছ চাষের সময়ে বৃষ্টির পানিতে মাছ চাষের পুকুর পরিপূর্ণ হয়ে যেতে পারে। সেজন্য মাছ চাষের পুকুর থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। এতে পুকুরে পূর্ণ হয়ে মাছ বের হয়ে যেতে পারবে না।

৩। বর্ষাকালে পানির ধাক্কা বা ভারী বর্ষণের কারণে যাতে পুকুরে পাড় ভেঙ্গে না যায় সেজন্য পুকুরের পাড়ে ঘাস বা ছোট গাছ লাগিয়ে দিতে হবে যেগুলো মাটির ভাঙন রোধ করবে।

৪। বর্ষাকালে পুকুরের পানির রং পরিবর্তন হয়ে যেতে পারে। আবার কখনও কখনও পুকুরের পানি ঘোলা হয়ে যেতে পারে। সেজন্য এই সময়ে পুকুরের পানি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫। বর্ষাকালে পুকুরে মাছ চাষ করার সময় পুকুরে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ খাদ্য প্রদান করা যাবে না। এ সময়ে আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে মাছের খাদ্য প্রয়োগ বন্ধ রাখতে হবে।

৬। বর্ষাকালে মাছের বিভিন্ন জটিল রোগ দেখা দিতে পারে। সেজন্য কয়েকদিন পর পর পুকুর থেকে মাছ তুলে এনে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে মাছের কোন রোগ হয়েছে কিনা। কোন মাছ রোগে আক্রান্ত হলে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/ ১৬জুন ২০২১