‘বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু এখনো সর্বোতভাবে প্রাসঙ্গিক’

327

DSC_edit2copy7326 copy

একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখনো সর্বোতভাবে প্রাসঙ্গিক। এতো বছর পরেও এদেশের মানুষ গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদির মাধ্যমে বঙ্গবন্ধুকে স্বতঃস্ফূর্তভাবে তুলে ধরছেন। অর্থাৎ তিনি এখনো প্রাসঙ্গিক। এ ধরনের নজির পৃথিবীর আর কোথাও নেই।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

কবি আবুল মোমেন আরও বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন আপোষহীন নেতা। তাঁর অবিস্মরণীয় নেতৃত্ব মানুষকে উজ্জীবিত করেছিল, বাঙালিকে বীরের জাতিতে রূপান্তরিত করেছিল।

তিনি বলেন, বাংলাদেশের আবহমানকালের ইতিহাস বিকশিত হয়েছে মানবতাবাদকে কেন্দ্র করে। মানুষ মানবতার জয়গান গেয়েছে। এখানে ধর্মীয় গোঁড়ামি ও সংকীর্ণতা ছিল না। অথচ বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হলো।

DSC_edit7229 copy

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. মাসুদুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নতুন কনফারেন্স রুমে সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, ফুড সায়েন্স এর টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. রায়হান ফারুক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, অফিসার সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান, প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, ডা. আদিত্য চৌধুরী অভি। অনুষ্ঠান পরিচালনা করেন প্রফেসর ড. আশরাফ বিশ্বাস।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টা ৪৫ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণ, সকাল ৮টায় বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ১১টায় বঙ্গবন্ধুর জীবনাদর্শের ওপর আলোচনা সভা এবং বাদ জোহর খতমে কোরআন ও বিশেষ মোনাজাত।

উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে কর্মসূচিসমূহে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম