বাকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের ইফতার মাহফিল

322

বাকৃবি

নাজিব মুবিন, বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আওয়ামী পন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। আরো উপস্থিত ছিলেন অ্যামিরেটার্স অধ্যাপক ড. এম.এ. সাত্তার মন্ডল, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. লুৎফুল হাসান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল আলম প্রমুখ।
এছাড়া শিক্ষক ফোরামের অন্যান্য সদস্য, বিভিন্ন অনুষদের শিক্ষক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল সঞ্চালনা করেন অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস।

ইফতারের আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম দেশ, বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।

বাকৃবি-001

 

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন