বাকৃবিতে ঝুঁকি সহিষ্ণু ধানের বীজ বিতরণ

299

BAU-PIC-2
নাজিব মুবিন, বাকৃবি থেকে: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০০ জন কৃষাণীর মধ্যে পাঁচ কেজি করে ঝুঁকি সহিষ্ণু ধানের জাত বিনা ধান-১১ ও ব্রি ধান-৫২ এর বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় কনফারেন্স রুমে এ বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।

স্ট্রেস টলারেন্ট রাইস ফর আফ্রিকা অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া (এসটিআরএসএ) প্রজেক্টের কান্ট্রি কো-অর্ডিনেটর অধ্যাপক ড. লুতফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রেজাউল করিম।

বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার রুবিনা ইয়াসমিন এবং বাকৃবি সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হক।

উল্লেখ্য, এ জাতের ধান গাছ টানা ৩ সপ্তাহ ধরে পানির নিচে থাকতে পারে। এতে ফলন আগের মতোই ফলন পাওয়া যাবে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম