নাজিব মুবিন, বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গৌরবের ৫৭ বছর পূর্তি উদযাপন এবং হাওড় ও চর উন্নয়ন ইনস্টিটিউট উদ্বোধন হবে আগামী ১৯ জুলাই।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাকৃবি ও বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠান আয়োজিত হবে।
শুক্রবার দুপুর ৩টায় বাকৃবি সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অনুষ্ঠানের তথ্য ও প্রচার কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ. আল মামুন।
এসময় তথ্য ও প্রচার কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. আখতার হোসেন চেীধুরী জানায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম অফিসে, কৃষিবিদ ইনস্টিটিউশন ও অনলাইনে (bauaa.org.bd) রেজিস্ট্রেশন করা যাবে।
সদ্য গ্র্যাজুয়েটসহ বিশ্ববিদ্যালয়ের সকল কৃষিবিদ রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি ও ফিসহ যাবতীয় তথ্য দেওয়া আছে। অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১০ জুলাই।
- ভ্যানামী চিংড়ির দাপটে কমছে বাগদা চিংড়ির রপ্তানি
- নরসিংদীতে কামরুলের খোলা পরিবেশে মুরগি পালনের অনন্য দৃষ্টান্ত
- সর্বশেষ প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন