বাণিজ্যিক মুরগির খামারের জীবনিরাপত্তা মূল্যায়ন

987

2-_9

ক.ধারণামূলক

১। জীব নিরাপত্তা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে কি না?

ক) জীবনিরাপত্তা বিষয়ে খামারী ও তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা বেশিরভাগ কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত ।
খ) খামারী ও তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা নিজেদের মধ্যে মাসে অন্তত একদিন জীবনিরাপত্তা বিষয়ে আলোচনা করে ।
গ) জীবনিরাপত্তা বিষয়ে যে সকল ক্রটি ধরা পড়ে তা নিয়মিত রেজিঃ খাতায় লিপিবদ্ধ করে এবং ক্রটি সংশোধনের পদক্ষেপ গ্রহণ করে ।

২। ফ্লক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ আছে?

ক) খামারী ও তার অধীনস্থ বেশিরভাগ কর্মকর্তা ফ্লকস ব্যবস্থাপনা বিষয়ে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

খ) বিভিন্ন জাতের মুরগির খাদ্য প্রস্তত, ভ্যাকসিন কর্মসূচিসহ অন্যান্য বিষয়ে চাহিদা নির্ণয় করতে পারে ।

৩। আপনি কি প্রতিবেশীর কাছ থেকে পোল্ট্রি সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন?

ক) খামারের আশে পাশে অন্তত ১ কি.মি. ব্যাসার্ধে অবস্থিত হাঁস-মুরগির খামার সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
খ) ওই সকল খামার মালিকদের সাথে আলোচনা করে রোগ সম্পর্কে তথ্য নিয়মিত (মাসে অন্তত ১ বার ) সংগ্রহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সংগৃহীত তথ্য লিপিবদ্ধ করা।
গ) ১ কি.মি. অঞ্চলের দেশি হাঁস-মুরগির রোগ, মৃত্যু তথ্য সংগ্রহ করে লিপিবদ্ধ করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম