বালাইনাশক ব্যবহারের সময় কী কী বিষয় অবশ্যই মেনে চলবেন?

785

১। ব্যবহারের আগে বোতল বা প্যাকেটের গায়ের লেখা বা লেবেল ভালোভাবে পড়ুন এবং নির্দেশনা      মেনে চলুন
২। নজল পরিস্কার করতে মুখ লাগাবেন না। চিকন তার ব্যবহার করুন।
৩। স্প্রে করার আগে সব ধরনের নিরাপত্তামূলক পোশাক পরুন (যেমনঃ দস্তানা বা গ্লাভস, মাস্ক,          জুতা, ফুলহাতা কাপড় ও চশমা)।
৪। খালি হাতে বালাইনাশক মেশাবেন না। মেশানোর সময় হাতে দস্তানা পরুন।
৫। বাতাসের উল্টোদিকে স্প্রে করবেন না।
৭। স্প্রে করার সময় খাওয়া ও ধূমপান থেকে বিরত থাকুন।
৮। ফুটো আছে বা চুয়ে চুয়ে পড়ে এমন স্প্রে মেশিন ব্যবহার করবেন না।
৯। বিকাল বেলায় (৩ টার পর) কীটনাশক স্প্রে করুন। তবে ছত্রাকনাশক যেকোনো সময় স্প্রে করা      যেতে পারে। শীতকালে সকাল ১০ টার পর ছত্রাকনাশক স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে।
১০। বৃষ্টির সম্ভাবনা বা আকাশ মেঘলা থাকলে স্প্রে করবেন না।