বিএসএমআইএবি’র সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ড. গৌতম দেব

328

IMG_20171210_130959-631x330

বাংলাদেশ সোসাইটি ফর মলিকুলার ইমিউনোলজি অ্যান্ড অ্যাডভান্সড বায়োটেকনোলজির (BSMIAB) নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি ড. মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদকে হিসেবে ড. গৌতম দেব নির্বাচিত হয়েছেন।

২০১৭-১৮ অর্থবছরের জন্য তারা নির্বাচিত হয়েছেন।

সভাপতি ড. মো. রফিকুল ইসলাম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সাধারণ সম্পাদক ড. গৌতম দেব বাংলাদেশ লাইভস্টোক রিসার্চ ইনস্টিটিউটের (বিএলআরআই) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ড. নাজমুল হোসাইন নাজির, ড. মো. সাইফ মুন্সি এবং ড. এম. মেহেদী হাসান খান, কোষাধ্যক্ষ হিসেবে ড. মো. রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ-সম্পাদক হিসেবে ড. মো. আবদুল কাফি এবং ড. আসিফ ইকবাল, সাংগঠনিক সম্পাদক ড. মাসুদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. মো. জামাল উদ্দিন।

কার্যকরী সদস্য হিসেবে আছেন ড. এম. সোহেল রানা সিদ্দিকী, ড. হাসান আল-ফারুক, ড. এম.এ. আলিম, ড. পারভীন মোস্তারি, ড. আবদুল আহাদ, ডা. মো. তরিকুল আলম, ড. এস.এম. রফিকুজ্জামান বকুল, ড. মাসুদ পারভেজ, ড. উদয় কুমার মোহন্ত, ড. মো. আবদুর রাকিব ও ড. আঁখি মনি।

বাংলাদেশ সোসাইটি ফর মলিকুলার ইমিউনোলজি অ্যান্ড অ্যাডভান্সড বায়োটেকনোলজি (বিএসএমআইএবি) হলো একটি অলাভজনক প্রতিষ্ঠান। ২০১৩ সাল থেকে সংগঠনটি যাত্রা শুরু করে। এতে জৈব প্রযুক্তিবিদ এবং ইমিউনোলজিস্টরা একত্রে কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, ওষুধ, ফার্মাসিউটিক্যালস ও খাদ্য নিরাপত্তার উন্নতির জন্য কাজ করছেন। জৈবপ্রযুক্তি ও ইমিউনোলজি পেশাদারদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, মানুষের, উদ্ভিদ ও প্রাণী বিষয়ক ব্যক্তি ও সংগঠনের মধ্যে অধ্যয়নের জন্য এই ক্ষেত্রের গবেষণাকে উৎসাহিত করার জন্য এবং সাধারণ জনগণের সাথে যোগাযোগ স্থাপন ও বজায় রাখার জন্য বিএসএমআইএবি প্রতিষ্ঠিত হয়।

এটি বাংলাদেশি জৈবপ্রযুক্তি এবং ইমিউনোলজি পেশাদারদের জন্য একটি বৈশ্বিক সংগঠন। এর সদস্যরা হলেন বাংলাদেশি নাগরিক যারা সারা পৃথিবী জুড়ে বসবাস করছে এবং শিক্ষা, গবেষণা, সরকার, শিল্প বিষয়ক বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন