বৃক্ষের অবদান

1814

চারা

কৃষিবিদ মো. ফরহাদ হোসেন

বৃক্ষ মোদের অক্সিজেন দেয়, ফুল ও ফলের বাহার
মানব জাতি ,পশু এবং পাখির জোগায় আহার।
জ্বাালানি কাঠ, কাগজ, মধু, আসবাবপত্র যত
বৃক্ষ জোগায় রোগ ও রোগীর পথ্য শত শত ।

দালান কোঠা, জাহাজ গাড়ি, নৌকা, দোকানপাট
সবখানেই আছে দেখুন, বৃক্ষ এবং কাঠ।
মৃত্রিকা ক্ষয় কমায় বৃক্ষ, কমায় মরু খরা
বৃষ্টি এনে অধিক হারে, শীতল রাখে ধরা।

গাছের ছায়ে জিরোয় পথিক, পাখি বাঁধে বাসা
সবাই ঋণী গাছের কাছে, সাহেব কিংবা চাষা।
সুগন্ধি, মোম, রঙ বানাতে বৃক্ষ লাগে ভাই
বৃক্ষ ছাড়া বাঁচার দেখি কোনো উপায় নাই ।

তাইতো বলি আসুন সবে লাগাই বৃক্ষ চারা
ধরণীরে দেই সাজিয়ে সবার নজর কাড়া।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম