বৃষ্টির দিনে পোল্ট্রি খামারের যত্ন নিবেন যেভাবে

333

বৃষ্টির দিনে পোল্ট্রি খামারের যত্নে প্রয়োজনীয় ব্যবস্থাপনা যেগুলো রয়েছে সেগুলো খামারিদের ভালোভাবে জেনে রাখতে হবে। শীত ও গ্রীষ্মের মতোই বর্ষাতেও পোলট্রি খামারের বাড়তি যত্ন নিতে হয়। এ সময়ে তাপমাত্রা ও আর্দ্রতার হ্রাস-বৃদ্ধি ঘটে থাকে। চলুন আজকে জেনে নিব বৃষ্টির দিনে পোল্ট্রি খামারের যত্নে প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পর্কে-

বৃষ্টির দিনে পোল্ট্রি খামারের যত্নে প্রয়োজনীয় ব্যবস্থাপনাঃ
১। বর্ষার দিনের কথা বিবেচনা করে পোল্ট্রি শেডের চারপাশে ৫ মিটার জায়গা অতিরিক্ত বাড়াতে হবে। বাড়তি জায়গা ভালভাবে পরিস্কার এবং ঘাস ও ঝোপঝাড় মুক্ত রাখতে হবে ও উপরে ভালোভাবে ছাউনি দিতে হবে।

২। পোলট্রি খামারের ছাদের যেকোনো ছিদ্র আগে থেকেই ঠিক করে রাখতে হবে যাতে বর্ষার দিনে পানি প্রবেশ করতে না পারে।

৩। বৃষ্টির পানি থেকে খামারকে রক্ষায় প্রয়োজনীয় পলিথিনের সরবরাহ নিশ্চিত করতে হবে। বড় মুরগির ক্ষেত্রে বৃষ্টি না থাকলে তা উঠিয়ে রাখতে হবে যাতে ভালভাবে আলো ও চলাচল করতে পারে।

৪। খাবারের পাত্র যাতে যথাসম্ভব শুষ্ক রাখা যায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।

৫। পোল্ট্রি শেডের আশেপাশে যাতে বৃষ্টির পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬। বাচ্চা উঠানোর আগেই সকল পাকা মেঝে ভালমত রিপিয়ারিং করতে হবে এবং যতদিন সম্ভব শুষ্ক রাখা যায় তার ব্যবস্থা করতে হবে;

৭। শক্ত লিটার ভেঙ্গে দিয়ে নতুন লিটার ছড়িয়ে দিয়ে এবং শুষ্ক দ্রব্য যেমন: লাইম পাউডার, এমোনিয়াম সালফেট ইত্যাদি ব্যবহার করে শুষ্ক অবস্থা বজায় রাখতে হবে।

সূত্র: আধুনিক কৃষি খামার

ফার্মসএন্ডফার্মার/ ০৬ জুন ২০২১