বোরো ক্ষেতে হঠাৎ পোকার আক্রমণে দিশেহারা কৃষক

976

বোরো-ধান
ইলিয়াস আরাফাত, স্টাফ রিপোর্টার: বরেন্দ্র অঞ্চলে বোরোর শেষ সময়ে এসে হঠাৎ করে পোকার আক্রমণ দেখা দিয়েছে। বোরো ক্ষেতে শীষ কেটে দেয়াই সাদা সাদা হয়ে চিটা হয়ে যাচ্ছে যাচ্ছে ধানের শীষ। সব ধরনের কীটনাশক প্রয়োগ করেও কোন ফল পাচ্ছেনা কৃষকেরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা জানান, আর মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যে ধান কাটা মাড়াই শুরু হবে। এমন সময় হঠাৎ করে গত দুই-তিন দিনের মধ্যে পুরো মাঠে এক সঙ্গে পোকার আক্রমণ দেখা দেয়ায় হতাশায় পড়েছেন তারা। বাজারে সব ধরনের কীটনাশক প্রয়োগ করেও কোন কাজ হচ্ছেনা বলে জানান তারা।

আর এসব পোকার আক্রমণ আবহাওয়া অনুকুল না থাকার কারণে হচ্ছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। কৃষি কর্মকর্তরা বলছেন, চলতি মাসে প্রায় প্রতিদিন মেঘলা আকাশ, দিনে তাপমাত্রা বেশি, রাতে শীত থাকায় এসব পোকার আক্রমণ বেশি হচ্ছে। তবে সঠিক ভাবে কীটনাশক প্রয়োগ করলে তা সেরে যাবে বলে মনে করছেন তারা।

রাজশাহী কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী ৬৫ হাজার ১২৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে দাম ভাল না থাকলেও লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ৯৮৫ হেক্টর (প্রায় ৩৭ হাজার বিঘা) বেশী জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবারে ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এছাড়াও বরেন্দ্র অঞ্চলের নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবঞ্জ জেলার আবাদ হচ্ছে আরো সাড়ে তিন লাখ হেক্টর জমিতে।

রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় গ্রামের কৃষক মফিজুল ইসলাম ফার্মসঅ্যান্ডফার্মারকে জানান, তিনি চলতি বছর ৮ বিঘা জমিতে বোরো ধান চাষাবাদ করেছেন। শুরু থেকে ধান ভালই ছিল। এখন ৮০ ভাগ ধানের শীষ বের হয়েছে। এরই মধ্যে হঠাৎ করে তার ক্ষেতে শীষ সাদা হয়ে চিটা হয়ে যাচ্ছে। কীটনাশক প্রয়োগ করেও কোন ফল পাচ্ছেনা বলে জানান তিনি। তিনি আরো জানান, শুধু আমার ক্ষেতেই নয়, পুরো মাঠে একই সাথে অবস্থা হয়ে গেছে বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউপির কাজলা গ্রামের শফিকুল ইসলাম নামের এক কৃষক ফার্মসঅ্যান্ডফার্মারকে জানান, তার ৫ বিঘা বোরো ক্ষেতে প্রায় ১০ ভাগ ধান কেটে দিয়েছে মাজরা পোকা। এতে করে ক্ষেতের শীষ চিটা হয়েগেছে। কীটনাশক প্রয়োগ করেও কোন প্রতিকার মিলছেনা।

সরেজমিন শনিবার রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন উপজেলার মাঠে মাঠে এখন আগাম লাগানো বোরো ক্ষেতের কোনটিতে শীষে পাক ধরতে শুরু করেছে। আবার কোনটিতে শীষ বেরুচ্ছে। তবে সবে মাত্র শীষ বেরুচ্ছে এমন ক্ষেতে বেশি শীষ সাদা চিটা হয়ে থাকতে দেখা গেছে। তারমধ্যে তানোর, গোদাগাড়ী, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও নওগাঁর মান্দা, পোরশা উপজেলার মাঠে বেশি মাজরা পোকার কাটা সাদা শীষ বেশি দেখা যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

এসব এলাকার কৃষকেরা জানান, তারা চলতি বছর বিভিন্ন জাতের বোরো আবাদ হয়েছে। এসব জাতের মধ্যে রয়েছে ব্রিধান-২৮, ২৯, ৪৯, ৫০, ৫২, ৬২, বিআর-১৫, ১৬ এবং কিছু জমিতে হাইব্রিড। তবে যে জমিতে এখনও ৭০,৮০,ভাগ শীষ বের হয়েছে সে ক্ষেতে মাজরা পোকার আক্রমণ বেশি। তবে ৯০  থেকে ৯৫ ভাগ বেরুনো ক্ষেতে পোকা আক্রমণ বেশি করতে পারেনি বলে জানান তারা।

তানোর উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমশের আলী ফার্মসঅ্যান্ডফার্মারকে বলেন, চলতি বছর আবহাওয়া অনুকুলই ছিল। সে ক্ষেত্রে মাঠে বোরো ধান ভালই হয়েছিল। তবে শেষ সময়ে এসে আবহাওয়া প্রায় প্রতিদিন মেঘলা, রাতে শীত ও দিনে তাপমাত্রা বেশি এমন কারণেই পোকার আক্রমণ হচ্ছে। তবে এ সময়ে মাজরা পোকা বেশি ক্ষতি করতে পারবেনা বলে জানান তিনি।

তিনি আরো বলেন, প্রতি নিয়ত আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সচেতন মুলক প্রচারণা চালাচ্ছি, লিফলেট বিতারণ এমন কি পোকা আক্রমণ থেকে বাচতে এলাকায় মাইকিং করা হচ্ছে।

এ ব্যাপারে জেলা সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল হক ফার্মসঅ্যান্ডফার্মারকে বলেন, শেষ সময়ে এসে কিছু ক্ষেতে মাজরার উপস্থিতি দেখা গেছে। তবে বেশি ক্ষতি করতে পারবেনা কৃষকেরা সচেতন হলে। নিয়মমত ক্ষেতে কীটনাশক প্রয়োগ করলে ঠিক হয়ে যাবে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ ইলিয়াস/ মোমিন