ব্রয়লার মুরগির কেজি ১৪০ টাকা

243

সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারগুলোতে আরও কমেছে ব্রয়লার মুরগির দাম। এছাড়াও গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। তবে ঈদ উপলক্ষে আগামী সপ্তাহে বাজারে মুরগির দাম বাড়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী।

শুক্রবার (১ জুলাই) সকালে রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, সাতরাস্তা, মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

এসব বাজারে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকা। বাজারে হাঁসের ডিমের দাম বেড়েছে। ডজন বিক্রি হচ্ছে ১৯৫ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ১৯০ টাকা।

বাজারে গরুর মাংসের কেজি ৭০০ টাকা। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। মুরগির দাম কমে কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়।

ফার্মসএন্ডফার্মার/০১জুলাই ২০২২