সফল মুরগির খামারি মাহিনুর, মাসে আয় ৫০ হাজার টাকা!

175

মুরগির খামার করে স্বাবলম্বী হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চৌদ্দকানি গ্রামের বাসিন্দা মাহিনুর বেগম। দীর্ঘদিনের পরিশ্রমে তাঁর সংসারে সচ্ছলতা ফিরে এসেছে। এখন মাসে সব খরচ বাদ দিয়ে ৫০ হাজার টাকা আয় করছেন তিনি।

জানা যায়, স্বামীকে সংসার চালাতে সহায়তা করতে ২০১৫ সালে বাড়িতে হাঁস-মুরগি পালন শুরু করেন মাহিনুর। বর্তমানে তাঁর খামারে ২ হাজার সাদা লেয়ার মুরগি রয়েছে। এসব মুরগি প্রতিদিন গড়ে দেড় হাজার ডিম দেয়। ডিম থেকেই প্রতিদিন ৪ হাজার টাকার বেশি আয় হচ্ছে মাহিনুরের। মুরগির খামারে ভালো লাভ আসতে থাকায় একপর্যায়ে গরুর খামার গড়ে তোলার পরিকল্পনা করেন।

মাহিনুর প্রাথমিকভাবে একটি ব্যাংক থেকে ৭ লাখ টাকা ঋণ নিয়ে তাঁর স্বামীকে ৫টি গরু কিনে দেন। এখন তাঁর ১৮টি গরু। প্রতিদিন গড়ে ৭০ লিটার দুধ পান তিনি। এই দুধ বিক্রি করে সাড়ে ৩ হাজার টাকার মতো পান।

মাহিনুর বলেন, এক সময় নুন আনতে পান্তা ফুরায় অবস্থা ছিল আমাদের। এত অভাবের মধ্যেও সুন্দর একটি জীবন গড়ে তোলার আশায় মুরগি ও গরুর খামার গড়ে তুলি। অনেক প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে এগিয়ে আসতে হয়েছে। আল্লাহ রহমতে অনেক ভাল আছি।

রতনদি-তালতলী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বলেন, মাহিনুর আমাদের ইউনিয়নের গর্ব। সে এখন গ্রামের নারীদের কাছে রোল মডেল হয়ে উঠেছেন।

সূত্রঃ প্রথম আলো

ফার্মসএন্ডফার্মার/০৩জুলাই ২০২২