ভারতের পেঁয়াজ রফতানি বন্ধ হওয়ায় বাংলাদেশে মূল্য বৃদ্ধি

319

পেয়াজ
পেয়াজের বড় একটা চাহিদা পূরন করে ভারতের পেয়াজ। উৎপাদনে ঘাটতি দেখা দেয়ায় পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। ফলে যশোরের বেনাপোল বন্দর দিয়ে গতকাল রোববার থেকে বাংলাদেশে কোনো ধরনের পেঁয়াজ আমদানি হয়নি। যদিও ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে বেশ কিছু পেঁয়াজ বোঝাই ট্রাক।

এতদিন পেয়াজ আমদানি সচল থাকলেও এখন ভারত থেকে তা বন্ধ হয়ে যাওয়ায় বেনাপোলসহ দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে। গত শনিবার বেনাপোল বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতিকেজি ৬০ টাকা মূল্যে বিক্রি হলেও রোববার সকাল থেকেইে তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকায়।

আমদানিকারক আব্দুল হামিদ জানান, হঠাৎ করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করায় ভারত থেকে আমদানি বন্ধ হয়ে গেছে। রফতানিকারকদের কাছে আমাদের অনেক এলসি পড়ে আছে। রফতানি বন্ধ করে দেয়ায় বাধ্য হয়ে এলসি বাতিল করতে হচ্ছে আমাদের।

জানা যায়, ভারত থেকে হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় সকাল থেকে কোনো পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। গত শনিবার পর্যন্ত ভারত থেকে প্রতিটন পেঁয়াজ ৮৫৫ মার্কিন ডলারে রফতানি হয়ে আসছিল বাংলাদেশে। গত মাসে ভারত সরকার প্রতিটন পেঁয়াজ ৪১০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৮৫৫ মার্কিন ডলার করে।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ