ভিয়েতনামে ফল-সবজি রফতানিতে প্রবৃদ্ধি

655

vuetnam

চলতি বছর ফল ও সবজি রফতানির লক্ষ্যমাত্রা ২৫০ কোটি ডলার নির্ধারণ করেছে ভিয়েতনাম।  ভিয়েতনামের কৃষি এবং পল্লী উন্নয়ন মন্ত্রণালয় (এমএআরডি) জানায়, চলতি বছর প্রথমবারের মতো চাল রফতানি আয়কে ছাড়িয়ে গেছে ফল ও সবজি রফতানি। মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ২০০৫ সালে ফল ও সবজি শিল্পে সারে ২৩ কোটি ডলার আয় হলেও ২০১৫ সালে তা বেড়ে ১৮০ কোটি ডলার হয়েছে। এছাড়া যেখানে ২০০৫ সালে ভিয়েতনাম ৩৬টি দেশে ফল ও সবজি রফতানি করত, সেখানে ২০১৫ সালে ফল ও সবজি রফতানি হয়েছে বিশ্বের ৬০টি দেশে। এমএআরডির উপমন্ত্রী লে ক্যু দোনাহর বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ভিএনএ জানায়, ভিয়েতনাম বহু বছর ধরে চাল রফতানিকে গুরুত্ব দিয়ে আসছে। বর্তমান চাল রফতানি নিন্মমুখী থাকায়, জানুয়ারি-আগস্ট মাসে ভিয়েতনামের  চাল রফতানির আকার কমেছে প্রায় সাড়ে ১৬ শতাংশ এবং বছরওয়ারি রফতানি মূল্য কমেছে প্রায় ১৩ শতাংশ। তিনি আরো বলেন, বিশ্ববাজারে ফলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভিয়েতনাম ভবিষ্যতে ফল রফতানিতে বেশি জোর দেবে। এমএআরডি জানায়, ভিয়েতনামের কেবল মেকং ব-দ্বীপ এলাকাতেই বার্ষিক প্রায় ৩২ কোটি ফল উৎপাদন হয়, যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রফতানি করা হয়। উৎপাদিত ফলের মধ্যে ড্রাগন, আম, রাম্বুটান, ডুরিয়ান ও কমলা উল্লেখযোগ্য।