ভেড়ামারায় (কুষ্টিয়া) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সেক্স ফেরোমোন ফাঁদ বিতরণ

361

2

মো. এমদাদুল হক, কুষ্টিয়া প্রতিনিধি: গত ২৬ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সেক্স ফেরোমোন ফাঁদ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল মজিদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আজগর আলী।

চলতি অর্থ বছরে খরিফ-১ মৌসুমে প্রনোদণা কর্মসূচির আওতায় কুমড়া জাতীয় ফসল রক্ষার্থে কৃষি উপকরণের অংশ হিসেবে উপজেলার ২০ জন চাষিকে ৩ শ’ ৬০ টি পট ও ৭ শ’ ২০ টি ফেরোমোন লিউর দেয়া হয়। বিতরণকালে উপজেলা কৃষি অফিসার চাষিদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখন প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদন করছেন। চাষাবাদে নতুন নতুন রোগবালাই যেমন আসছে তেমনি কৃষি বিজ্ঞানীরা এসব রোগবালাইয়ের সহনশীল জাত ও রোগ-পোকা হতে ফসলকে রক্ষার জন্য জৈব বালাইনাশক বের করছেন। আর সেক্স ফেরোমোন হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, যা স্ত্রী পোকা কর্তৃক নিঃসৃত হয় এবং একই প্রজাতির পুরুষ পোকাকে প্রজনন কাজে আকৃষ্ট করে। ফেরোমোনের সবচে’ বড় দিক হলো এটি প্রাকৃতিকভাবে উৎপাদিত জৈব পদার্থ, যা জীব ও পরিবেশের কোনো ক্ষতি করে না। আমাদের দেশে কিছু অঞ্চলে সেক্স ফেরোমোন বেশ জনপ্রিয় হয়েছে। এতে করে রাসায়নিকমুক্ত নিরাপদ শাকসবজি উৎপাদন হচ্ছে। সারাদেশের চাষিরা যদি বিষমুক্ত শাকসবজি উৎপাদন করে তাহলে আমরা সবাই বিষমুক্ত সবজি খেতে পারব। ভবিষ্যতে এ শাকসবজি এবং ফলমূল বিদেশে রপ্তানি করেও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারব।