জেলার বোরহানউদ্দিন উপজেলায় ৪০টি প্রতিষ্ঠানের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বৃহস্পতিবার সকালে উপজেলার স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দির ও এতিমখানার পুকুরে ৫০০ কেজি পোনা অবমুক্ত করা হয়।
স্থানীয় মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কুদ্দুস বেলা ১১টায় উপজেলা মসজিদ লেকে পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময়ে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের কাছে পোনা মাছ হস্তান্তর করা হয়। তারা দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত প্রতিষ্ঠানের পুকুরে পোনা ছাড়ার জন্য নিয়ে যায়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল সালেহিন, কৃষি অফিসার ওমর ফারুকসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস জানান, বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাবলম্বী করার জন্যই মূলত দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা বিতরণ করা হয়েছে। এসব মাছ বিক্রি করে প্রতিষ্ঠানগুলো তাদের ছোট খাটো উন্নয়ন কাজ পরিচালনা করতে পারবে।
আগামী বছর এ কার্যক্রমকে সম্প্রসারিত করে পোনার সংখ্যা ৫ লাখ করার পরিকল্পনা রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সূত্র: বাসস
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম