মধুখালীতে অধ্যাপক ড. মোঃ সেকেন্দার আলী কে সংবর্ধনা

853

[su_slider source=”media: 863,862,864″ target=”blank” width=”400″ height=”200″ title=”no” pages=”no” mousewheel=”no” class=”post_slider”]

ফরিদপুর প্রতিনিধিঃ মধুখালীর কৃতি সন্তান অধ্যাপক ড. মোঃ সেকেন্দার আলীকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় মধুখালী উপজেলা বাসীর পক্ষ থেকে মধুখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের চর-লাউজানা গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম জোমারত হোসেন খান এবং মাতা মোছাঃশামেলা বেগম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজার রহমান মোল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদুর রহমান (লিমন), প্যানেল মেয়র মির্জা আব্বাস, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মান্নান মোল্যা প্রমুখ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোঃ আজিজার রহমান মোল্যা বলেন, মধুখালীর মা, মাটি ও মানুষের সন্তান হিসেবে আজ সে যে সুনাম অর্জন করেছে এজন্য আমরা মধুখালী বাসী আনন্দিত ও গর্বিত। মির্জা মনিরুজ্জামান বাচ্চু বলেন, মধুখালীতে যাতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায় এজন্য তার একান্ত সহযোগিতার আশা ব্যক্ত করেছেন। রেজাউল হক বকু বলেন, মধুখালীর সন্তান হিসেবে তিনি যেন এলাকার উন্নয়নে কাজ করে এবং এলাকার মানুষের পাশে এসে দাঁড়ায়। পৌর মেয়র মোরশেদুর রহমান লিমন বলেন, উনিসহ আমাদের এলাকায় যারা উচ্চ পর্যায়ে অবস্থান করছে তারা যদি এলাকার জনসাধারনের পাশে এসে দাঁড়ায় এবং এলাকার উন্নয়নে কাজ করে তাহলে এই এলাকার উন্নয়ন অবধারিত। উক্ত অনুষ্ঠানের মধ্যমনি মধুখালী বাসীর গর্ব অধ্যাপক ড.মোঃ সেকেন্দার আলী বলেন, মধুখালী বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই সংবর্ধনা আনুষ্ঠানে মাধ্যমে সন্মানিত করার জন্য।তিনি আরও বলেন, আপনারা মধুখালী বাসী এবং মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গার উন্নয়নের রুপকার জননেতা মোঃ আব্দুর রহমান (এম.পি) যদি আমার পাশে থাকেন তাহলে আমি আমার আবস্থানে থেকে আপনাদের উন্থাপিত দাবির পক্ষে আমার যথাসাধ্য চেষ্টা করব।