মরিচ এর ব্যবস্থাপনা

1254

মরিচ চাষ

এক হেক্টর জমিতে মরিচ চাষ করার জন্য ২২৫ কজি গুটি ইউরিয়া ব্যবহার করতে হবে। মরিচ ক্ষেতে এনপিকে গুটি ব্যবহারের ক্ষেত্রে ৯.৪৫:৪,৪.৫০:৬.৩০ অনুপাে তৈরি ৪২৫ কেজি এনপিকে গুটি প্রতি হেক্টর জমিতে প্রয়োগ করতে হবে। সে মোতাবেক চারা রোপণের ১০ থেকে ১২ দিন পরে ২ টি (প্রতিটি ১.৮ গ্রাম ওজনের) গুটি ইউরিয়া অথবা ২ টি এনপিকে গুটি (প্রতিটি ৩.৪ গ্রাম ওজনের) প্রতি চারা ঘিরে মাটির নীচে প্রয়োগ করতে হবে।