বাদামী গাছ ফড়িং ও প্রতিরোধ

1573

বাদামী গাছ ফড়িং

পোকা পরিচিতি:
পূর্ণ বয়স্ক বাদামী গাছ ফড়িং এর গায়ের রঙ বাদামী, আকারে ছোট প্রায় ৩-৫ মিমি লম্বা। সদ্য ফোটা বাচ্চা খুবই ছোট হয়, গায়ের রঙ সাদা বা হালকা বাদামী।

আক্রমনের সময়:
সব মৌসুমে এই পোকা কম বেশী দেখা যায় তবে রোপা আমন মৌসুমে আক্রমণ বেশী হয়। মার্চ, এপ্রিল, নভেম্বর ও ডিসেম্বর মাসে এরা অধিক হারে বংশ বিস্তার করে।

অনুকূল পরিবেশ:

  • অধিক কুশি উৎপাদনকারী জাতের চাষ।
  • জমিতে দাঁড়ানো পানি।
  • ঘন করে চারা রোপণ।
  • অধিক মাত্রায় ইউরিয়া সার ব্যবহার।
  • বাতাস চলাচল কম।
  • তাপমাত্রা ২৬-৩০ ডিগ্রী সেঃ ও আদ্রতা ৮০%।
  • প্রাকৃতিক শক্রর উপস্থিতি কম।

ক্ষতির লক্ষন:
বাদামী গাছ ফড়িং এর নিম্ফ ও পূর্ণাঙ্গ পোকা উভয়ই ক্ষতি করে। ইহা ধান গাছের কুশি স্তর হতে পরিপক্ক হওয়া পর্যন্ত আক্রমণ করে। তবে panicle intiation ও milking stage এ বেশী ক্ষতি করে। এই পোকা গাছের গোড়া থেকে রস চুসে খায় এবং solid feeder tube সৃষ্টি হয় ফলে গাছ নিস্তেজ হয়ে পড়ে। গাছ শুকিয়ে খড়ের মত হয় এবং দূর থেকে দেখলে বাজ পড়ার মত মনে হয়, যাকে হপার বার্ন বা বাজপোড়া বলে।

সমন্বিত ব্যবস্থাপনা:

  • বালাই সহনশীল জাতের চাষ।
  • নিয়মিত জমি জরিপ।
  • সমকালীন চাষাবাদ করা।
  • সুষম সার প্রয়োগ।
  • ইউরিয়া সার কিস্তিতে প্রয়োগ।
  • Logo পদ্ধতিতে চাষ।
  • গাছের রোপণ দূরত্ব ২০ সেমি×২০ সেমি বজায় রাখা।
  • হাঁস ছেড়ে দেয়া।
  • আলোক ফাঁদ ব্যবহার।
  • আগাছা পরিস্কার করা।