শিম এর ব্যবস্থাপনা

931

শিম

এক হেক্টর জমিতে শিম চাষের জন্য ১৪৪ কেজি গুটি ইউরিয়া ব্যবহার করতে হবে। শিম চাষে এনপিকে গুটি ব্যবহার করতে হলে ৫.৮৫:১.৫৩:৪.৫০ অনুপাতে তৈরি ২৬৪ কেজি এনপিকে গুটি প্রতি হেক্টর জমিতে প্রয়োগ করতে হবে। হিসেব অনুযায়ী চারা রোপণের ১০ থেকে ১২ দিন পরে ১২টি (প্রতিটি ১.৮ গ্রাম  ওজেনের) গুটি ইউরিয়া মাটির গভীরে প্রয়োগ করতে হবে এবং অবশিষ্ট ৬টি গুটি ইউরিয়া চারা রোপণের ৬০ থেকে ৬৫ দিন পরে একইভাবে মাটির নীচে প্রয়োগ করতে হবে। চারা রোপণের ১০ থেকে ১২ দিন পরে ১৩টি এনপিকে গুটি (প্রতিটি ৩.৪ গ্রাম ওজনের) এবং ৬০ থেকে ৬৫ দিন পরে অবশিষ্ট ৬টি এনপিকে গুটি প্রতি চারা ঘিরে মাটির নীচে প্রয়োগ করতে হবে।