মরিচ পঁচে যাওয়া রোধে যা করবেন

457

অনেকেই আমাদের ইনবক্সে মরিচের এনথ্রাকনোজ সম্পকে জানতে চেয়েছেন মরিচ পচে যাওয়া রোধ করা যায় কিভাবে।

এক ধরনের ছত্রাকের আক্রমণে এই রোগ হয়।
শুরুতে গাছের নতুন ডগা ও ফুলের কুড়িতে রোগের লক্ষণ দেখা দেয় । আক্রান্ত ফুল নুয়ে শুকিয়ে ঝরে পড়ে, রোগ বাড়ার সাথে সাথে ফলের বোটা হতে ডাটায় সংক্রমিত হয় এবং ধীরে ধীরে গাছের সর্বত্র ছড়িয়ে পড়ে । পড়ে গাছের বাকল প্রথমে বাদামী হয় এবং পরে ডোরাকাটা সাদা দাগে পরিনত হয় । আক্রান্ত মরিচে কালো কালো দাগ পড়ে এবং শুকিয়ে যায় ।

পরামর্শ :
বীজ শোধন করে নিতে হবে।
রোগের আক্রমণ বেশি হলে কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমন- নোইন অথবা এইমকোজিম ২০ গ্রাম) অথবা প্রোপিকোনাজল জাতীয় ছত্রাকনাশক (যেমন টিল্ট ৫ মিলি/ ১ মুখ) ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে ১০-১২ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে । ছত্রাকনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১৬জুন২০