মশার রাসায়নিক দমন ব্যবস্থা

1079

আমাদের সবারই কম বেশি বালাই এবং বালাইনাশক সম্পর্কে ধারণা রয়েছে। ইংরেজিতে বালাইকে বলা হয় Pest, বালাই বা Pest এর সহজ সংজ্ঞা যদি খুজি তাহলে আমরা যা পাই তা হলো,
“A pest is any animal or plant detrimental to humans or human concerns, including crops, livestock and forestry”.

মশাবাহিত রোগগুলোর মধ্যে এক সময় বাংলাদেশে ম্যালেরিয়াই বেশি পরিচিত ছিল৷ তখন এই ম্যালেরিয়া আতঙ্ক ছিল ঘরে ঘরে৷ এখনো বাংলাদেশের পাহাড়ি এলাকায় ম্যালেরিয়ায়ার প্রাদুর্ভাবের কথা শোনা যায়৷ সেখান থেকে মৃত্যুর খবরও পাওয়া যায়৷ তারপর আসে ডেঙ্গু৷ এই ডেঙ্গু জ্বরের জন্য দায়ী হলো এডিস মশা৷ ডেঙ্গুর পরে এখন চলছে চিকুনগুনিয়া জ্বরের প্রাদুর্ভাব৷
এইবছর আবার দ্বিগুণ শক্তিশালী হয়ে দেখা দিচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। যেহেতু মশা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ভাইরাস বহন করছে সুতরাং মশা একটি বালাই ( Pest)।

মশাবাহিত প্রধান প্রাণঘাতী রোগের মধ্যে অন্যতম হলো: ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, এনসেফেলাইটিস এবং লিমফেটিক ফাইলেরিয়াসিস৷ এরমধ্যে এডিস মশা ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা – এই যে তিনটি রোগ ছড়ায় তার সবগুলোই বাংলাদেশে শনাক্ত হয়েছে৷ ডেঙ্গু ১৯৯৯ সালে প্রথম সনাক্ত হয় ঢাকায়৷ ২০০৮ সালে চিকুনগুনিয়া সনাক্ত হয় রাজশাহীর পবায়৷ এবং ২০১৪ সালে চট্টগ্রামে জিকা শনাক্ত হয়৷

ডেঙ্গু জ্বর যেহুতু ভাইরাস জাতীয় জ্বর তাই অবশ্যই এই রোগ নিয়ন্ত্রণ করতে হলে এর বাহক Aedes কে ধংস করে দিতে হবে। এ ব্যাপারটি সর্বোচ্চ সতর্কতা দিয়ে প্রতিবছর মশা নিধনের অভিযান পরিচালিত হলেও বাংলাদেশের মতো বহুল জনঘনত্বের দেশে সিটি কর্পোরেশন, স্থানীয় পৌরসভার কিংবা দ্বায়িত্বশীল সংস্থার একার পক্ষে এই মশা নিয়ন্ত্রণ করা কঠিন। ব্যক্তিগত উদ্যোগে মশা নিধনের অভিযান পরিচালনায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা প্রয়োজন।

আমাদের দেশে বালাইনাশক (Pesticide) তিন ভাবে নিবন্ধিত হয়,
👉 Agricultural Pesticide
👉 Bio Pesticides
👉 Public Health Pesticides

প্রতিটি নিবন্ধিত Pesticide এর ধরন অনুযায়ী আলাদা আলাদা কোড থাকে যেগুলো ফসলের জন্য ব্যবহার করা হয় সেগুলো AP, আবার Bio Pesticides হলে AP (Bio), Public health pesticides হলে PHP নম্বর থাকে।

Public Health Pesticides ক্যাটাগরিতে নিধনযজ্ঞ বালাই হচ্ছে Adult Mosquito, house fly,
Cockroach, Mosquito Larva ইত্যাদি…

এই সমস্ত নিধনের জন্য বর্তমানে দেশের শত শত কোম্পানীর ৮৮ টি গ্রুপের কয়েকশ Pesticide নিবন্ধন আছে। তাদের মধ্য বহুল ব্যবহৃত জনপ্রিয় Pesticide গ্রুপ গুলো হলো,

Fenitrothion,
Deltamethrin,
Temiphos,
Alpha Cypermethrin,
Cypermehrin,
Lambda Cyhalothrin,
d-trans allethrin,
d-allethrin,
Beta Cyfluthrin,
Imidacloprid
ইত্যাদি

সিটি কর্পোরেশন সাধারণত এসব গ্রুপের ঔষধ মশা নিধনের জন্য ব্যবহার করে আসছেন। কিন্তু আপনি ব্যক্তিগত ভাবে এই সমস্ত ঔষধ ব্যবহার করে আপনার চারপাশের মশা মুক্ত করতে চাইলে আপনি সারা উপজেলা, জেলা তন্নতন্ন করে খুজলেও পাবেন কি না সন্দেহ, পেলেও সেটি ভালো ব্রান্ডের নাও হতে পারে।

তবে, এটি সত্য উল্লেখিত গ্রুপের Agricultural Pesticide আপনি গ্রামের যেকোনো জায়গায় পাবেন কিন্তু সেটি কিন্তু অনুমোদন প্রাপ্ত নয় কাজ করবে কি না তাও আমি নিশ্চিত নই। সুতরাং Public health pesticides গ্রুপ মিলিয়েই স্প্রে করতে হবে। সেই জন্য স্থানীয় বালাইনাশক দোকান গুলোতে Agricultural Pesticide এর পাশাপাশি Public health pesticides এর মজুদ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ এই মূহুর্তে।

বিশেষ করে আমাদের পাশ্ববর্তী দেশগুলোর PHP পণ্য গুলোর খোজ খবর নিয়ে এগুলোর আমদানি করে সহজলভ্য করা উচিত.

ফার্মসএন্ডফার্মার/১৬জুলাই২০