মাছের তৈরি নিরাপদ খাদ্যপণ্য নিয়ে বাজারে এলো ‘সিপ’

442

20476322_2014073332183888_9

পোলট্রি শিল্পের কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সোন গ্রুপ মাছের নিরাপদ ও প্রক্রিয়াজাত হিমায়িত খাদ্যপণ্য নিয়ে বাজারে এলো নতুন ব্রান্ড সিপ (CHHIP)।

বুধবার (২ আগস্ট) রাজধানীর সুপার শপ মীনা বাজার, জি-মার্ট এবং মেহেদী মার্ট এর সামনে নতুন ব্র্যান্ড সিপ এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় পথশোভার মাধ্যমে।

এ সম্পর্কে এক্সোন-এর ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম বলেন, “মূলত মাছের তৈরি বৈচিত্র্যপূর্ণ ও নিরাপদ খাদ্য ভোক্তাদের কাছে পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য। নদীমাতৃক বাংলাদেশে ‘ভাতে মাছে বাঙালি’ বলে একটি প্রবাদ থাকলেও বর্তমান প্রজন্মের অনেক শিশুই মাছ খেতে অনীহা প্রকাশ করে। আমরা এমন কিছু খাবার তৈরি করছি এবং করবো যার ফলে তারাও এতে আগ্রহী হবে।”

তিনি আরো জানান, ফিস বল, স্রিম্প বল, ফিস নাগেটস, ক্যাজুয়ান, স্রিম্প বাইটস এবং ক্রিসপি ফিস বল আপাতত এ ৬টি পণ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করেছি। প্রত্যেকটি পণ্যের আবার স্পাইসি ভার্সন রয়েছে। ইতোমধ্যে রাজধানীর স্বনামধ্য ৩৬টি আউটলেটে আমাদের পণ্য পাওয়া যাবে। ভবিষ্যতে এটিকে আমরা আরো বিস্তৃত করবো।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপ ম্যানেজিং পার্টনার বিপুল চন্দ্র রায়, সহকারী মহাব্যবস্থাপক মো. আবু সাঈদ (এক্সোন), গবেষণা ও উন্নয়ন প্রধান হুসনে আরা, বিপণন প্রধান ফজলুর রহমান এবং বাজারজাতকরণ সমন্বয়ক আরিফ ছাড়াও প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

দীর্ঘ ১৫ বছর পোলট্রি শিল্পে ব্যাপক অবদান রেখে চলেছে এক্সোন গ্রুপ। এবার মৎস্যশিল্পে নিরাপদ ও প্রক্রিয়াজাত হিমায়িত খাদ্যপণ্য নিয়ে বাজারে এসেছে।

উল্লেখ্য, ‘সিপ’ এক্সোন পরিবারের নতুন অঙ্গ প্রতিষ্ঠান।

কোরবানির গরু কিনতে সতর্কতা অবলম্বন করুন

ক্রেডিট কার্ডের সুদের হার কমানো ও গ্রাহক হয়রানি বন্ধের দাবি ক্যাবের

বরগুনায় কৃষক হানিফের মাচায় বর্ষালি বাঙ্গি

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম