বাকৃবিতে রোটারেক্ট ক্লাবের বৃক্ষ রোপণ

596

BAU-Pic

নাজিব মুবিন, বাকৃবি থেকে: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটারেক্ট ক্লাব অব এগ্রি-ভার্সিটি বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির পার্শ্ববর্তী রাস্তার ধার দিয়ে ৫০টি বৃক্ষ রোপন করা হয়।
রোটারি ক্লাব অব ময়মনসিংহের অর্থায়নে এ কর্মসূচি পালিত হয়।

রোটারেক্ট ক্লাব অব এগ্রি-ভার্সিটির সভাপতি রোটারেক্টর রাজিয়া সুলতানা মোনালিসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন।

BAU-Pic2

এছাড়া উপস্থিত ছিলেন-পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন, স্থল পরিকল্পনা শাখার প্রধান মো. হারুন অর রশিদ, রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি রোটারিয়ান সৌকত হোসেন, সাবেক সভাপতি রোটারিয়ান ফারুক খান পাঠান এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

কর্মসূচির চেয়ারম্যন ছিলেন রোটারেক্টর একেএম ইমরান। কর্মসূচির অংশ হিসেবে শিশুদের মাঝে আরও ৮০টি গাছের চারা বিতরণ করা হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম