পটাশিয়াম পারম্যাঙ্গামেন্ট একটি ভাল মানের জীবাণু নাশক। যে কোন মাছ চাষে ব্যবহার করা যায়, পটাশিয়াম মূলত মাছে অল্প পরিমাণে ক্ষতরোগ দেখা দিলে ভাল কাজ করে। এবং পুকুরে জীবাণু নাশক হিসাবে ও ব্যবহারিত হয়।
ব্যবহারের পরিমাণ ও পদ্ধতি:
পটাশিয়াম প্রতি শতকে ৩ থেকে ৫ ফুট পানির জন্য ২ /৩ গ্রাম পর্যন্ত পানির সাথে মিশিয়ে জীবাণু নাশক হিসাবে সমস্ত পুকুরে ব্যবহার করা যায়। যদি সম্ভব হয় ক্ষত রোগে পুকুরের সমস্ত মাছ জ্বাল দিয়ে এক জায়গায় এনে পটাশিয়াম পারম্যাঙানেট দ্রবণে কিছুক্ষণ গোসল করিয়ে নিলে ভাল ফল পাওয়া যায়।
সতর্কতা :
পটাশিয়াম হচ্ছে উচ্চ মাত্রার একটি জীবাণুনাশক। পরিমাণে বেশি হলে পুকুরের পানি ঘোলা হয়ে যেতে পারে, মাছ খাবার খাওয়া ছেড়ে দিতে পারে, অতিরিক্ত মিউকাস ঝড়ে গিয়ে মাছের শরীর খসখসে হয়ে যেতে পারে।
করণীয় :
যদি পটাশিয়াম বেশি হওয়ার কারনে এর যে কোন একটি দেখা যায়, তাহলে সবচেয়ে ভাল হয় যদি অল্প সেচঁ দিতে পারেন। এবং নিয়ম হচ্ছে যেকোন জীবাণু নাশক প্রয়োগ করার পরে যারা চুন লবন ব্যবহার করেন, তাঁরা চুন লবন দিয়ে দিবেন।
আর যারা প্রোবায়োটিক ব্যবহার করেন তাঁরা সেটা দিয়ে দিবেন। সমস্যাটা ৩ থেকে ৫ দিনের মধ্যে ভাল হয়ে যায়।
পটাশিয়াম পারম্যাঙানেট মাছের জন্য খুবই উপকারি। নিয়ম মেনে ব্যবহার করুন , মাছকে রোগ-বালাই থেকে দূরে রাখুন।
ফার্মসএন্ডফার্মার/০৪ফেব্রু২০২০