মিঠাপুকুরের (রংপুর) ময়েনপুর কৃষি তথ্য ও যোগযোগ কেন্দ্র পরিদর্শন করেন এফএও’র প্রতিনিধি দল

467

moyenpur pic

সেখ জিয়াউর রহমান, রংপুর প্রতিনিধি: গত ৮ এপ্রিল রংপুরের মিঠাপুকুরস্থ ময়েনপুর কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) পরিদর্শন করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র (এফএও) কান্ট্রি ডিরেক্টর সুই লাউ সুই। কান্ট্রি ডিরেক্টর এআইসিসি’র চলমান কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে এ প্রতিষ্ঠানের পাশে থাকার কথা ব্যক্ত করেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক স.ম. আশরাফ আলী বলেন, মিঠাপুকুরে সুমিষ্ট হাড়িভাঙ্গা আম বাণিজ্যিকভাবে চাষ করে কৃষকরা অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছেন। তিনি এআইসিসি’র সদস্যদেরকে বিষমুক্ত আম চাষে ফ্রুট ব্যাগিং পদ্ধতি গ্রহণ এবং এগুলো চাষিদের মাঝে ছড়িয়ে দেয়ার গুরুত্বারোপ করেন। উপজেলা কৃষি অফিসার মো. খোরশেদ আলম বলেন, মিঠাপুকুর উপজেলায় কৃষিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। যেমন: নিরাপদ ফসল উৎপাদনের জন্য কৃষকরা ভার্মি কম্পোস্ট (কোচোঁ সার) জমিতে ব্যবহার করেছে এবং এ সার তারা ব্যাপকহারে উৎপাদনও করছে। এছাড়া ধানের পরিবর্তে বিভিন্ন শাকসবজি, তামাকের পরিবর্তে সরিষা, গম, ফল, ভুট্টা, পেঁপে থাই পেয়ারাসহ বিভিন্ন ফসল চাষ অব্যাহত আছে। আঞ্চলিক বেতার কৃষি অফিসার মো. আবু সায়েম বলেন, ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষে কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করতে হয় না। এর পুষ্টিমান সঠিক এবং স্বাস্থ্যসম্মত, যে কারণে এ আম রপ্তানি উপযোগি। এআইসিসির সভাপতি মো. শাহিনুল ইসলাম বকুল রংপুর জেলার মিঠাপুকুরের ঐতিহ্যবাহি হাড়িভাঙ্গা আমসহ অন্যান্য জাতের আমের ক্ষেত্রে বিষমুক্ত ফ্রুটব্যাগিং পদ্ধতি ব্যবহারের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে ফ্রুটব্যাগিং’র দাম কমানোর দাবি জানান।