মিঠাপুকুরে (রংপুর) জিংকসমৃদ্ধ ব্রি ধান৭৪’র ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

295
?

[su_slider source=”media: 3881,3882″ title=”no” pages=”no”] [/su_slider]

কৃষিবিদ মো. আবু সায়েম, রংপুর থেকে: আরডিআরএস বাংলাদেশ এবং হারভেস্টপ্লাস বাংলাদেশ’র যৌথ উদ্যোগে ‘জিংকসমৃদ্ধ ধানের বৈশিষ্ট্য ও এর উপকারিতা’ শীর্ষক দিনব্যাপি এক কৃষক প্রশিক্ষণ গত ৩০ মার্চ রংপুরের মিঠাপুকুরস্থ আরডিআরএস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আরডিআরএস বাংলাদেশ’র কৃষি ও পরিবেশ সমন্বয়কারি মো. মামুনর রশিদ’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু সায়েম। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. খোরশেদ আলম ও হারভেস্টপ্লাস বাংলাদেশ’র কৃষি গবেষণা ও উন্ন্য়ন অফিসার মো. রহুল আমিন মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুরস্থ আরডিআরএস বাংলাদেশ’র কর্মসূচি ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) মেরিনা আহমেদ, সহকারি সমন্বয়কারি (কৃষি) মো. মাহবুবুল আলম ও কৃষি কর্মকর্তা শামীম আহমেদ প্রমুখ।

জিংকসমৃদ্ধ জাত ব্রি ধান৭৪ উৎপাদনের লক্ষে দক্ষতা উন্নয়নে কৃষকদের সহায়তা করাই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এ প্রকল্পের আওতায় চলতি বোরো মৌসুমে রংপুরে ১ হাজার কৃষকের জমিতে জিংকসমৃদ্ধ ধান চাষের জন্য বিনামূল্যে বীজ প্রদান করা হয়েছে। জাতটির জীবনকাল ১৪৫-১৪৭ দিন, হেক্টর প্রতি গড় ফলন ৭.১ টন এবং এর প্রতি কেজি চালে ২৪.২ মিলিগ্রাম জিংক আছে। জাতটি বোরো মৌসুমের জনপ্রিয় ব্রি ধান২৯’র সাথে সংকরায়ণ করে উদ্ভাবন করা হয়েছে। প্রশিক্ষণে উপজেলার চেংমারী ইউনিয়নের ২৫ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।