মুরগির বিভিন্ন রোগ হয়ে থাকে। ব্যকটেরিয়া, ছত্রাক, মাইকোপ্লাজমাসহ অদৃশ্য অণুজীবের সংক্রমণে মারা যায় হাজার হাজার মুরগি। অণুজীবের আক্রমণে মুরগির পায়খানার পরিবর্তন দেখা দেয়। আসুন জেনে নিই মুরগির পায়খানা দেখে রোগ নির্ণয় পদ্ধতি।
চুনা বা সাদা পায়খানা
১। রাণীক্ষেত
২। আই বি ডি (গামব্রো)
৩। গাউট।
৪। কলেরা।
৫। পুলেরাম ডিজিজ।
৬। কিডনিতে সমস্যা।
চুনা বা সাদা পায়খানার সাথে পেষ্ট লাইক সাদা :
১। আই বি এইচ।
২। ই কলাই।
৩। পুলেরাম ডিজিজ।
হলুদ পায়খানা
১।টাইফয়েড।
২।কলেরা।
কমলা পায়খানা
১।নেক্রোটিক এন্টারাইটিস।
সবুজ পায়খানা:
১। এন ডি।
২। সালমোলেনাসিস
৩। কলেরা।(খাবার কম খেলে)
৪। ই কলাই।
৫। মাইকোটক্সিন।
সবুজভার হলুদ:
১। ।ই কলাই। -পোটোজোয়া।
২।টাইফয়েড।
রক্ত
১।আমশয়।
খাবার দানা যুক্ত।
১।ইনডাইজেশন।
শুধুমাত্র ধারনা দেয়ার জন্য পোষ্টটি দেয়া। সঠিক রোগ নির্নয় করতে হলে অবশ্যই ভেটেনারিয়ানের সাহায্য নিতে হবে।
ধারনার উপরে চিকিৎসা দিলে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। সচেতনতাই পারে আমাদের খামারকে বেশি উৎপাদনশীল করতে।
ডাঃ শুভ দত্ত
ফার্মসএন্ডফার্মার/ ১৩ জুলাই ২০২১