মুরগির বাচ্চার গায়ে রং লাগিয়ে প্রতারণা

722

রাজশাহী নগরের আরডিএ মার্কেট এলাকায় বিক্রি হচ্ছে রঙ-বেরঙের মুরগির বাচ্চা। বাচ্চার গায়ে বিভিন্ন রং লাগিয়ে বিদেশি উন্নতজাতের বাচ্চা বলে প্রতারণার মাধ্যমে বেশি দামে বিক্রি করছে মোহাম্মদ আলী (২৮) নামে এক ব্যক্তি। তবে, এ প্রতারককে আটক করতে পারেনি পুলিশ।

মোহাম্মদ আলীর সাথে কথা বললে তিনি নরসিংদী জেলা থেকে এসে রাজশাহীর বানেশ্বর বাজারে অস্থায়ীভাবে থাকছেন বলে জানান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুটি প্লাস্টিকের খাঁচায় প্রায় ৩শ’ বাচ্চা নিয়ে বিভিন্ন কসরত করছেন। আকৃষ্ট করছেন ক্রেতাদের। বাজারে আসা শহুরে সহজ-সরল মানুষগুলো তার প্রতারণার শিকার হচ্ছেন। প্রতি পিস বাচ্চা ২০ টাকা দামে বিক্রি করছেন তিনি।

দাদির সাথে বাজারে এসেছেন ৯ বছর বয়সী মুহিত। বিভিন্ন রঙের মুরগির বাচ্চা দেখে সামলাতে পারলেন না। কিনে ফেললেন ৫টি বাচ্চা। দাম ১০০ টাকা। মুহিত বলছেন, দেখে সুন্দর লাগছে তাই কিনলাম। খাঁচায় রাখব, মাটিতেও ছেড়ে দিয়ে পুষব। মুহিতের দাদীর শঙ্কা, ‘এই বাচ্চা কিছুদিন পর এমনিতেই মারা যাবে।’

শুধু মুহিত একা নন, রং-বেরংয়ের মুরগি দেখিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে প্রতারক মোহাম্মদ আলী। সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে বেশি দামে ওই মুরগির বাচ্চা কিনে প্রতারণার শিকার হচ্ছেন। আসলে কোন জাতের বাচ্চা বিক্রি করছেন মোহাম্মদ আলী নিজেও জানেন না। কখোনো কক মুরগির বাচ্চা আবার কখোনো সোনলী মুরগি। তবে, ক্রেতারা সৌন্দর্যের ফাঁদে পড়ে কিনছেন হুমড়ি খেয়ে।

মোহাম্মদ আলী জানান, সকাল থেকে ১০০ পিস বিক্রি করা হয়েছে। দাম পেয়েছি ২ হাজার টাকা। মুরগির বাচ্চা রঙ করা অবস্থায় ঢাকা থেকে আসছে। আমরা পাইকারি ১৩ থেকে ১৫ টাকা পিস কিনে বিক্রি করছি ২০ টাকা পিস। কোন প্রতারণা করছি না। এসব রঙ মুরগি বড় হলে থাকবে না। সাধারণত ক্রেতাদের আকৃষ্ট করতেই এমনটি করা হয়েছে।

ফার্মসএন্ডফার্মার/৬মার্চ২০২১