মুরগির হালকা ঠাণ্ডা ও নাক ঝাড়া সমস্যায় করণীয়

585

খামারে মুরগির হালকা ঠাণ্ডা লাগলে অনেক সময় কড়া ঠাণ্ডার ওষুধ প্রয়োগ করা হয়। এতে মুরগি আরও দুর্বল হয়ে পড়ে ও বিভিন্ন সমস্যা দেখা দেয়।

কারণসমূহঃ

১। লিটারে ডাস্টের পরিমান বেশী থাকা।

২। নতুন কাঠের ভূসি সরাসরি লিটার হিসেবে ব্যবহার করা।

৩। মুরগীর গায়ে সরাসরি বাতাস লাগা।

৪। অত্যাতিক গরম আবহাওয়া।

৫। লিটার অত্যাধিক শুকনা থাকা।

৬। হ্যাচারি ভ্যাকসিনেশন (স্প্রে)।

৭। কম জায়গায় বেশী মুরগী পালন।

৮। শেডে অত্যাধিক এমোনিয়া গ্যাস জমা।

প্রতিরোধঃ

১। মুরগীর গায়ে সরাসরি বাতাস লাগতে দেওয়া যাবে না।

২। শেডের ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত রাখুন যেন গ্যাস না জমতে পারে।

৩। জীবাণুমুক্ত পানি সরবরাহ করতে হবে।

৪। জায়গা বাড়ানোর সময় সরাসরি নতুন লিটারে মুরগি না ছেড়ে নতুন এবং পুরাতন লিটার মিশিয়ে দিতে হবে। এছাড়াও লিটারে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিতে হবে।

প্রতিকারঃ

১। যদি এরকম হালকা নাক ঝাড়া শুরু হয়ে যায় সবার প্রথমে পর্যবেক্ষণ করে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে।

২। ভেটেরিনারিয়ানের পরামর্শ মত ভালমানের শ্বাসতন্ত্র উত্তেজক ঔষধ প্রয়োগ করতে হবে।

৩। ভেটেরিনারিয়ান এন্টিবায়োটিক সাজেস্ট করলে যথাযথ ডোজ মেনে চলতে হবে।

৪। মুরগির খামারে পানির পাত্রের সংখ্যা বাড়িয়ে দিতে হবে।

৫। রসুন এবং আদা ব্যবহার করা যেতে পারে।

ফার্মসএন্ডফার্মার/১৪নভেম্বর২০২০