মেহগনি বীজ থেকে জৈব কীটনাশক তৈরিআমাদের দেশে প্রতি বছর, প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টন খাদ্যশস্য পোকামাকড় খেয়ে থাকে বা নষ্ট করে থাকে। ফলে নিরুপায় কৃষক ফসল সংরক্ষণ করতে যেয়ে যত্রতত্র কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার করে থাকেন। এক গবেষণায় দেখা যায়, আমাদের দেশের প্রায় ৫০০ প্রজাতির কীটপতঙ্গ, দেশে প্রচলিত কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। এর ফলে প্রচলিত কীটনাশক দিয়েও এসব পোকামাকড়ের হাত থেকে কৃষকরা তাদের ফসল বাঁচাতে পারছেন না। তাই এই অবস্থায়, জৈব কীটনাশক বা বিকল্প বালাইনাশক পদ্ধতির প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
আফ্রিকা এবং পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের আদিবাসীরা এই গাছের পাতা ও বীজ দিয়ে ভেষজ ওষুধ তৈরি করে। সবচেয়ে বড় বিষয় হলো এসব জৈব বালাইনাশক বা বিকল্প ব্যবস্থা সবাই তার বাড়িতে বসে তৈরি করতে পারেন।
মেহগনি গাছের বীজ থেকে জৈব কীটনাশক তৈরির পদ্ধতিঃ
পরিবেশবান্ধব এই ভেষজ কীটনাশক তৈরির জন্য ১ কেজি ফল সংগ্রহ করে কেটে কুচি করে বা পিষে একটি পাত্রে ৫ (পাঁচ) লিটার পানির সঙ্গে চার-পাঁচ দিন ভিজিয়ে রাখতে হবে। চার-পাঁচ দিন পর এটি তুলে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এ নির্যাসের সঙ্গে ২০ গ্রাম সাবান বা ডিটারজেন্টে, ১০ গ্রাম তুঁতে এবং ৫ গ্রাম সোহাগা মিশিয়ে ২০-২৫ মিনিট আগুনের তাপে ফুটিয়ে নিতে হবে। এ নির্যাস ঠাণ্ডা হলে এতে পাঁচ গুণ পরিমাণ পানি মিশিয়ে ব্যবহার করা যাবে। এই পদ্ধতিতে তৈরি মিশ্রন হবে পোকামাকড় প্রতিরোধ ও প্রতিকারে ব্যবহার উপযোগী মেহগনি জৈব কীটনাশক।
এ কীটনাশক ব্যবহারে মাজরা পোকা, পাতামোড়া রোগ, বাদামি গাছ, ফড়িং, জাব পোকা, পাতা ছিদ্রকারী পোকা দমনে ভালো ফল পাওয়া যায়। ফসলের ডগা ও ফলের মাজরা পোকা, কাঁঠালি পোকা, ঢেঁড়সের জ্যাসিড, সবজিতে পোকামাকড় দমনসহ ছত্রাক নাশ ও নানা রোগব্যাধি দূর করে। পিঁপড়া ও উইপোকা দমনেও মেহগনি কীটনাশকের কার্যকারিতা অপরিসীম। মেহগনির কীটনাশক ছিটালে শুধু ফসলের ক্ষতিকর পোকাই দমন হয় না, মশাও বিতাড়িত হয়।
গুদামজাত শস্যের জন্যঃ
২০০ গ্রাম মেহগনি ফলের বীচির গুঁড়া ১ মণ দানাজাতীয় শস্যের জন্য ব্যবহার করা যায় (রৌদ্রে ভালোভাবে বীচি শুকিয়ে গুঁড়া করতে হবে)। দানাজাতীয় শস্যের সাথে ভালোভাবে মিশিয়ে বায়ুশূন্য প্যাকেটে সংরক্ষণ করতে হবে।
মেহগনির বীজের কীটনাশকে সারা দেশে ছড়িয়ে দিতে পারলে দেশবাসীকে বিষমুক্ত সবজি ও ফসল উপহার দেওয়া যাবে।
লেখক: ডি.কৃষিবিদ রুহুল আমিন
ফার্মসএন্ডফার্মার/ ১৬ অক্টোবর ২০২১