ধানের শিষ কাটা লেদা পোকা দমন করবেন যেভাবে

1950

পোকার নাম : শিষ কাটা লেদা পোকা

পোকা চেনার উপায় : পূর্ণ বয়স্ক মথের পাখার বিস্তৃত ১ ইঞ্চি। পূর্ণ বয়স্ক মথ গাছের নিচে গুচ্ছাকারে ডিম পাড়ে। ডিম গুলি রেশমি লোম দ্বারা আবৃত।

ক্ষতির ধরণ : কীড়াগুলো প্রাথমিক অবস্থায় পাতার পাশ থেকে কেটে খায়। কীড়াগুলো বড় হলে আধা পাকা বা পাকা ধানের শীষের গোড়া থেকে কেটে দেয় এবং এজন্য এর নাম শীষকাটা লেদা পোকা। বোনা ও রোপা আমনের এটি অত্যন্ত ক্ষতিকারক পোকা।
আক্রমণের পর্যায় : শীষ অবস্থা

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা

পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া

ব্যবস্থাপনা: জমিতে শতকরা ২৫ ভাগ পাতা ক্ষতিগ্রস্থ হলে কার্বারিল জাতীয় কীটনাশক (যেমন-সেভিন ৩০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে) অথবা ম্যালাথিয়ন জাতীয় কীটনাশক (যেমন ফাইফানন ২০ মিলিলিটার বা সাইফানন ৫৭ ইসি ৩০ মিলিলিটার প্রতি ১০লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করুন।

পূর্ব-প্রস্তুতি: জমি ও বীজতলা নিয়মিত পরিদর্শন করুন।

অন্যান্য: নাড়া পুড়িয়ে ফেলুন। জমিতে ডাল বা কঞ্চি দিয়ে পোকাখেকো পাখি বসার ব্যবস্থা করুন। জমিতে সেচ প্রদান করুন।

ফার্মসএন্ডফার্মার/ ১৬ অক্টোবর ২০২১