মোরগ মুরগির ঠান্ডা লাগলে যে ঔষধ প্রয়োগ করবেন

901

ডক্সিভেট-(ভেট)
মোরগ-মুরগির শ্বাসপ্রশ্বাসজনিত রোগসমূহের নিয়ন্ত্রণে ব্যবহার্য broad-spectrum এন্টিবায়োটিক।

প্রতি গ্রাম পাউডার এ আছে :

ডক্সিসাইক্লিন……১০০ মি. গ্রা.

ব্যবহারবিধি: প্রতি ২লিটার খাবার পানিতে ১ গ্রাম ডক্সিভেট পাউডার ব্যবহার করতে হবে।

প্রথমবার প্রয়োগ: বাচ্চার প্রথম ৩দিন বয়সে পরপর তিনদিন

দ্বিতীয়বার প্রয়োগ: ৪-৫ সপ্তাহ বয়সে পর পর ৩-৫ দিন

স্ট্রেস অবস্থায়: পরপর ৩-৫ দিন

চিকিৎসকের পরামর্শ মোতাবেক full course সম্পন্ন করুন।

ফার্মসএন্ডফার্মার/ ২৮সেপ্টেম্বর ২০২২