মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

432

20170720_150155
বদরুল আলম চৌধুরী, মৌলভীবাজার থেকে: ‘বৃক্ষরোপন করে যে, সম্পদশালী হয় সে, অর্থ পুষ্টি স্বাস্থ্য চান দেশি ফলের গাছ লাগান’, এই স্লোগান নিয়ে জেলা বনজ ও ফলদ বৃক্ষমেলা ২০১৭ বুধবার (১৯ জুলাই) সকালে উদ্বোধন করা হয়।

বনজ ও ফলজ মেলাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের উদ্যোগে র‌্যালি বের করা হয় এবং সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

সপ্তাহব্যাপী বনজ ও ফলজ বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম ।

উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশু বিষয়ক কর্মকর্তা জসিম মাসুদের পরিচানায় ও জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান।

মেলায় ২৬টি নার্সারি, কৃষি উদ্যোক্তা ও প্রতিষ্ঠান অংশ নেয়।

অন্যদিকে, ‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’-এই স্লোগান সামনে নিয়ে মৌলভীবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ একটি র‌্যালি বের হয়। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে।

র‌্যালি শেষে পৌরসভার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার আলম এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস আকন্দ।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম