যেভাবে গর্ভবতী গাভীকে খাদ্য প্রদান করবেন

801

169

গর্ভবতী গাভীকে খাদ্য প্রদানের নিয়ম আমাদের অনেকেরই জানা নেই। গাভীর সুস্থতা এবং সৌন্দর্য নির্ভর করে খাদ্যের ওপর। তাই গাভী গর্ভবতী হলে নিয়ম অনুযায়ী খাবার দিতে হয়। কারণ ভাল খাবার খাওয়ালে গাভীর পেটের বাছুর সুস্থ ও ভালো হয়। আসুন জেনে নেই গর্ভবতী গাভীকে খাদ্য প্রদানের নিয়ম সম্পর্কে-

গর্ভবতী গাভীকে খাদ্য প্রদানের নিয়মঃ
গর্ভবতী গাভীকে যা খাওয়াতে হবেঃ

গর্ভবতী গাভীকে প্রতিদিন ১৪-১৫ কেজি সবুজ ঘাস,

৩-৪ কেজি খড়,

২-৩ কেজি দানাদার খাদ্য একসঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে।

গর্ভবতী গাভীর দানাদার খাদ্যঃ

দানাদার খাবারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উপাদান হচ্ছে-

১। গমের ভূষি- ১ কেজি।

২.। খেসারি ভাঙা- ১ কেজি।

৩। খৈল- ২৫০ গ্রাম।

৪। চাউলের গুড়া- ৫০০ গ্রাম।

৫। চিটাগুড়- ১৫০ গ্রাম।

৬। খনিজ মিশ্রণ- ৫০ গ্রাম।

৭। লবণ- ৫০ গ্রাম।

ফার্মসএন্ডফার্মার/২৭ফেব্রু২০