ফার্মসঅ্যান্ডফার্মার ডেস্ক: রান্না করার সময় সবার আগে মনে করে খাদ্যবস্তু ধোয়া দরকার। তবে এরকম কয়েকটি খাদ্য আছে যেগুলো না ধোয়াই ভালো। বিজ্ঞানীরা বলছেন, সবকিছু পানির নীচে না রাখাই ভালো। কারণ তাতে খাদ্যগুণের পাশাপাশি রোগ প্রতিরোধ শক্তিও নষ্ট হওয়ার ঝুঁকি থেকে যায়।
আসুন জেনে নিন কোন খাবার রান্নার আগে ধুবেন না…
মাশরুম
মাশরুমে আছে দ্রুত পানি শুষে নেয়ার ক্ষমতা। এই কারণে পানিতে চুবালে বা পানিতে ধুলে তাদের সহজাত নমনীয়তা নষ্ট হয়। মাশরুম পরিষ্কার করার সবচেয়ে ভালো পদ্ধতি হল পেপার টাওয়েল দিয়ে চেপে চেপে মুছে ফেলা। এতে তার নমনীয়তার পাশাপাশি পুষ্টিগুণও বজায় থাকবে।
ডিম
ডিমের খোসার ওপর নোংরা লেগে থাকে বলে কিনে আনার পরে তা ধুয়ে ফেলতে পছন্দ করেন অনেকে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, অভ্যাসটি ক্ষতিকর। ব্যাকটেরিয়ার উৎপাত ঠেকাতে ডিমের খোসার ওপর যে প্রাকৃতিক প্রলেপ থাকে, পানি লেগে তা উঠে যায়। ফলে জীবাণু সংক্রমণের সম্ভাবনা বাড়ে।
মাংস
মাংস ধুলে এর মধ্যে থাকা ব্যাকটেরিয়া আপনার হাতে এবং বেসিনে ছড়িয়ে পড়বে। তার চেয়ে ব্যাগ থেকে বের করার পর মাংস পেপার টাওয়েলের উপর রেখে তার পানি শুষে নিন। এমনকি মাংস সেদ্ধ করার পরে পানি ফেলে দেওয়াও জরুরি। ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচতে হলে বাজার থেকে চিকেন কিংবা অন্যান্য মাংস কিনে এনে সরাসরি সেদ্ধ করে ফেলুন। তবে মাংস সেদ্ধ করা পানি ফেলে দিতে হবে।
পাস্তা ও নুডলস
রান্না করার আগে প্যাকেট থেকে পাস্তা বা নুডলস বের করে অনেকেই ধুয়ে নেন। তারা জানেন না, এতে তার ওপর থাকা স্টার্চের স্তর উঠে যায়। ফলে রান্নায় ব্যবহার করা মশলা তার ভেতরে প্রবেশ করতে পারে না। রান্নার স্বাদও তাই থাকে না।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন