রাজশাহীর বাঘায় আমের সাথে গম চাষ করে কৃষকের বাম্পার ফলন

481

[su_slider source=”media: 4263,4264″ title=”no” pages=”no”] [/su_slider]

কৃষিবিদ মো. আব্দুল্লাহ-হিল-কাফি, রাজশাহী থেকে: রাজশাহীর আম সমৃদ্ধ উপজেলা বাঘায় আমের সাথে গম চাষ পদ্ধতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বেশ কয়েক বছর হতেই এখানে এ পদ্ধতিতে গম আবাদ হচ্ছে। আর চলতি মৌসুমে এ পদ্ধতি ব্যবহার করে চাষিরা গমের বাম্পার ফলন  পেয়েছে।  ইতোমধ্যে চাষিরা গম সংগ্রহ  করেছে। উপজেলা কৃষি অফিস’র সূত্রমতে গমের ফলন হয়েছে বিঘা প্রতি ১৪-১৮ মণ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবিনা বেগম বলেন, গম আবাদ ধান চাষের তুলনায় সহজ এবং কম পানি লাগে। এছাড়া কৃষি বিভাগের পরামর্শে উন্নত জাতের বীজ ও চাষাবাদ প্রযুক্তি ব্যবহারের কারণে উপজেলায় চলতি মৌসুমে গমের আবাদে বিপ্লব ঘটেছে।  এছাড়া আমের জমিতে সহজে গম চাষ করা যায় এবং মূল্যভালো পাওয়ার ফলশ্রুতিতে উপজেলায় গমের আবাদ দিন দিন  জনপ্রিয় হয়ে উঠছে। তিনি আরো বলেন, উপজেলায় ৬ হাজার ৩ শ’ ৯০ হেক্টর জমিতে গম আবাদের লক্ষমাত্রা নিধারণ করা হয়েছিল কিন্তু আবাদ হয়েছে  ৬ হাজার ৪ শ’ ৭০ হেক্টর জমিতে,  যা লক্ষমাত্রার চেয়ে  ৭৭ হেক্টর বেশি। রাজশাহীর বাঘা উপজেলা যেহেতু ফলসমৃদ্ধ একটি উপজেলা এবং সেচের পানি তুলনামূলক ব্যয়সাধ্য, সেহেতু গম আবাদ বৃদ্ধি কৃষির জন্য একটি শুভ লক্ষণ। কৃষি বিভাগ হতেও গমের খরা সহনশীল নতুন জাত এবং আবাদ বৃদ্ধির জন্য পরামর্শ অব্যাহত রেখেছে।