রেনাটা‘র পরিচালক পদে পদোন্নতি পেলেন সিরাজুল হক

344

mt_md_sirajul_hoque

পরিচালক পদে পদোন্নতি পেলেন রেনাটা লিমিলেড এর মহাব্যবস্থাপক (জিএম) সিরাজুল হক।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) রেনাটা লিমিটেড এর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এস কায়সার কবির স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাঁকে এ পদোন্নতি দেয়া হয়।

পদোন্নতি পেয়ে সিরাজুল হক গণমাধ্যমককর্মীদের বলেন, ‘ছাত্র জীবন শেষ করে কর্মজীবন শুরু হয়েছে আমার রেনাটা’র মাধ্যমে। শুরু থেকেই রেনাটা’র প্রতিটা কর্মী আমাকে সবসময় সহযোগিতা করেছেন। এজন্য রেনাটা পরিবারের প্রতিটি সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ। আমি বিশেষভাবে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাতে চাই আমাদের কোম্পানির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের প্রতি যার আশীর্বাদের কারণে আজকে আমি এ পর্যায়ে পৌঁছতে পেরেছি’।

সিরাজুল হক বলেন, আমি দেশের পোলট্রি ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। কারণ, তাঁদের সহযোগিতা না পেলে এত অল্প সময়ে ইন্ডাস্ট্রির খুব কাছে যেতে পারতামনা। তাঁরা আমাকে অকুণ্ঠ সহযোগিতা ও সমর্থন দিয়েছেন সবসময়।

এ সময় পোলট্রি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাথে জড়িত প্রতিটি সদস্যের দোয়া কামনা করেন সিরাজুল হক।