রেনুর জন্য পুকুর প্রস্তুতি

2546

মাছের-রেনু-1
আসছে পুকুরে শিং, পাবদা, গুলশা, এবং কৈ এর রেনু দেয়ার মৌসুম। সর্বপ্রথম বলে নেই একদম নতুন পুকুরে রেনু না দেয়াই ভাল। এর জন্য পুকুর প্রস্তুত করতে করতে হয়। চলুন জেনে আসি কিভাবে পুকুর প্রস্তুত করবেন।

পুকুর প্রস্তুতি:
# পুকুরের পানি সেচের পর কাল মাটি তুলে পুকুর থেকে দূরে ফেলতে হবে, তারপর যতটা সম্ভব পুকুর শুকিয়ে ফেলতে হবে,

# প্রথম দিন প্রতি শতাংশে ২০ গ্রাম হারে ব্লিচিং পাওডার ছিটিয়ে দিন,

# মাটির পিএইচ মান পরীক্ষা করে প্রতি শতাংশে ৫০০ গ্রাম থেকে ২ কেজি পর্যন্ত চুন প্রয়োগ করুন।

# চুন দেওয়ার ২৪-৪৮ ঘন্টা পর পুকুরে ফ্রেশ আয়রন মুক্ত ৩ ফিটের মত পানি ঢুকান, খেয়াল রাখবেন পানির পিএইচ ৭ এর নিচে না হয়,

# ৩৬ ঘন্টা পূর্বে পুকুরকে হাঁসপোকা মুক্ত করার লক্ষে পরিমিত মাত্রায় প্যারাটিক্স বা সুমিথিয়ন দেওয়া যেতে পারে,

# মাছ ছাড়ার আগের দিন প্রতি বিঘায় ১ কেজি লাইভ ফুড + ৫০০ গ্রাম নার্সারি ফিড + ১ সুজি +৫০০ গ্রাম চিটা গুড় ২৪ ঘন্টা ভিজিয়ে রেখে + ১০০ গ্রাম ইস্ট (হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে প্রয়োগ করুন ) মিশিয়ে সূর্যালোকিত দিনে সকাল ১০-১১ টার মধ্যে সমস্ত পুকুরে ছিটিয়ে দিন,

# পুকুরে রেণু অবমুক্ত করার ২০-৩0 মিনিট পূর্বে পরিমিত মাত্রায় স্যালাইন দেওয়া যেতে পারে

# রেণু অবমুক্ত করার পূর্বে অবশ্যই পুকুরের অক্সিজেন পরীক্ষা করে প্রয়োজনে গ্রেনুলার ফর্মের অক্সিজেন ( অক্সি-সস) দেওয়া যেতে পারে

# রেণু ছাড়ার সময় রেণুর ব্যাগের তাপমাত্রা ও পুকুরের তাপমাত্রা এডজাস্ট করে ধীরে ধীরে রেণু পুকুরে ছাড়ুন।

(১) পরিচ্ছন্নতা
প্রথমে পুকুর সেচ দিন । তার পর সমস্ত মাছ সরিয়ে ফেলুন । বিষেশ ভাবে লক্ষ রাখুন কোন রাক্ষুসে মাছ না থাকে । পাড়ের আগাছা এবং ভেতরের আবর্জনা পরিশ্কার করুন। ভাল করে পাড় গুলো চেক করুন কোথাও কোন গর্ত আছে কিনা , থাকলে ভাল ভাল ভাবে বন্ধ করুন , অন্যথা পোনা বের হয়ে যাওয়ার সম্ভবনা আছে। চার পাশে নেটের বেড়া দিন। তলায় রোদ লাগাতে পারলে ভাল হয়।

(২)শতাংশে ৫০০গ্রাম করে চুন প্রয়োগ করুন । পুকুরের পরিবেশ খারাপ হলে আরো বেশিও দিতে পারেন।
লক্ষ রাখুন পাড়ের যে পর্যন্ত পানি লোড দিবেন ঐ পর্যন্ত চুন চিটিয়ে দিন।
এর পর দু তিন দিন পর পানি ঢোকান ।
কমপক্ষে ৫ দিন অপেক্ষা করুন।
দেখবেন পানির আয়রণ কেটে গিয়ে হালকা সবুজ হয়েগেছে ।এরপর

(৩) শতাংশে ২০০ গ্রাম জিওলাইট এবং ৫ থেকে ১০ গ্রাম হারে যে কোন ভাল কোম্পানির গ্যাসের ঔষধ প্রয়োগ করুন।
পরের দিন জাল অথবা হড়রা দিয়ে তলদেশ আলোড়িত করুন।
দুদিন পর

(৪) শতাংশে ১০০গ্রাম সুজি আটা জ্বালদিয়ে লেই তৈরী কের(৪) সুজি আটার লেই এর সাথে ৫০ গ্রাম হারে লালি মিশিয়ে সমান ভাবে ছিটিয়ে দিন।
এর ২ দিন পর

(৫) টিমসেন বা যে কোন ভাল কোম্পানির জিবানো নাশক ব্যবহার করুন।

(৬) রেনু দেয়ার কমপক্ষে ২৪ ঘন্টা আগে হাঁসপোকা ও পরজীবি দমনের জন্য শতাংশে ৫ গ্রাম কিলার আরগুলাক্স, ফিসলাইফ অথবা এজাতীয় ঔষধ ব্যহার করুণ ।
অতপর

৭ পিএইচ মেপে দেখুন ঠিক আছে কি না ।
যদি ঠিক থাকে , তাহলে সকালে রোদে পানি গরম হওয়ার আগে বা বিকালে রোদের তাপ কমলে রেনু দিন ।

(৮) রেনু দেয়ার আগে কম পক্ষে ১ঘন্টা অক্সিজেন যুক্ত রেনুর পেকেট পুকুরে ভাসিয়ে রাখুন । যেন পুকুরের পানির সাথে খাপখাইয়ে নিতে পারে।

ফার্মসএন্ডফার্মার/২০ফেব্রু২০২০