লক্ষ্মীপুরে ৩ মৎস্যচাষিকে সম্মাননা

315

lakshmipur-pic-2

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর থেকে: মৎস্য চাষে অবদান রাখায় লক্ষ্মীপুর জেলায় তিন সফল মৎস্যচাষিকে সংবর্ধনা প্রদান করেছে মৎস্য বিভাগ।

১৮ থেকে ২৪ জুলাই সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ উপলক্ষে সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সোমবার সকালে শহরের সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মীর শওকত হোসেন।

জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল বাছেদ, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক সুনীল চন্দ্র ঘোষ।

উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কাসেম, চর রমণী মোহন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল প্রমুখ।

আলোচনা সভা শেষে কার্প জাতীয় মিশ্র চাষে অবদান রাখায় জেলার রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের আবদুল ওয়াহেদ, থাই কৈ মাছ চাষে অবদান রাখায় জাহাঙ্গীর আলম জয় ও মনো সেক্স তেলাপিয়া চাষে অবদার রাখায় সদর উপজেলার চররুহিতা গ্রামের মোজাম্মেল হককে মনোনীত করে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

এসময় মৎস্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী, মৎস্যচাষী, হ্যাচারি মালিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

WorldFish announces next Director General

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম