লাউ, মিষ্টিকুমড়া, শশা গাছের লাল পোকা দমন করবেন যেভাবে

2932

লাউ, মিষ্টিকুমড়া, শশা গাছে এক ধরনের লাল পোকা দেখা যায়। এই পোকা গাছের পাতা ঝাঝড়া করে দেয়। এই পোকা চেনার উপায় ও কি ধরনের ক্ষতি করে তা জেনে নেবো। চলুন জেনে আসি কিভাবে দমন করা যায় এই পোকা।

রেড পামকিন বিটল।

পোকা চেনার উপায় : লাল, ছোট, ডিম্বাকার আকৃতির।

ক্ষতির ধরণ : পাতা ঝাঝড়া করে ফেলে। আক্রমণ বেশি হলে চারা গাছে আগা, ফুল ও কচি ফল আক্রান্ত হয়।

দমন ব্যবস্থা : পরিছন্ন চাষাবাদ করুন। নিয়মিত ফসল ও পোকার আগমন পর্যবেক্ষণ করুন। পাতার নিচের দিকে শুকনা ছাই ছিটান। আশে পাশে কুমড়াজাতীয় ফসল/ পোষক গাছ থাকলে সতর্ক হোন। খাদক পাখি বসার ব্যবস্থা হিসেবে জমিতে ডালপালা পুতে রাখুন।

ব্যবস্থাপনা :

সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন ওস্তাদ ২০ মিলিলিটার অথবা ম্যাজিক অথবা কট ১০ মিলিলিটার) প্রতি ১০লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে ১০-১২ দিন পরপর ২/৩ বার স্প্রে করতে হবে। কীটনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমন:

# পরিছন্ন চাষাবাদ করুন ।
# পোকার আগমন পর্যবেক্ষণ করুন ।
# শুকনা ছাই ছিটান ।
# ১ কেজি মেহগনি বীজ কুঁচি করে ৫ লিটার পানিতে ৪-৫ দিন ভিজিয়ে ছেঁকে ২০ গ্রাম সাবানের গুড়া ও ৫ গ্রাম সোহাগা মিশিয়ে ২০ মিনিট ফুটিয়ে শীতল করে ৫ গুণ পানিতে গুলে স্প্রে করুন।

ফার্মসএন্ডফার্মার/২৮জুন২০