পেয়ারার স্ক্যাব রোগ দমন করবেন যেভাবে

506

ফসল : পেয়ারা

রোগের নাম : পেয়ারার স্ক্যাব রোগ

রোগের কারণ : একধরণের ছত্রাক

ক্ষতির ধরণ : ফলে ছোট বা মাঝারি আকারের কাল দাগ পড়ে।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায় , ফলের বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , ফল

ব্যবস্থাপনা :

ফল মটর দানার মত আকারের হলে প্রোপিকোনাজল জাতীয় ছত্রাকনাশক ৫ মিলি/ ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে ১০-১২ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে। ছত্রাকনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
পূর্ব-প্রস্তুতি :

গাছের পাতা শুকনো থাকা আবস্থায় বাগানের পরিচর্যা করা ও বাগান পরিচ্ছন্ন রাখুন।

অন্যান্য : ১৫ দিন পরপর ২-৩ বার বোর্দোমিশ্রণ স্প্রে করুন।

ফার্মসএন্ডফার্মার/২৮জুন২০