লালপুরে বিনা মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

323

লালপুর

নাহিদ হোসেন, লালপুর (নাটোর) থেকে: কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমম্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরপত্তা নিশ্চিতকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১১ কৃষকের মাঝে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবী আহ নূর আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বাণীন দ্যুতি, হাবিবুল ইসলাম খান অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর, রফিকুল ইসলাম উপজেলা কৃষি অফিসার প্রমুখ।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন