লালমনিরহাটে ধান কেটে কারাগারে গেলেন দুজন

324

কাটা ধান

লালমনিরহাটে বিরোধের জের ধরে এক নারীর কাঁচা ধান ক্ষেত বিনষ্ট করায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সফিয়ার রহমান ও তার ভাই শকিল হোসেনকে রবিবার কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে রেজিনা বেগম নামে এক নারী দীর্ঘদিন ধরে ২৭ শতাংশ জমি চাষাবাদ করছেন। তিনি ঐ গ্রামের মৃত আব্দুস ছামাদের স্ত্রী। স্থানীয় বিরোধে শুক্রবার ভোরে স্থানীয় সফিয়ার রহমানের লোকজন এ জমির কাঁচা ধান কেটে নিয়ে যায়। এ ঘটনায় রেজিনা বেগম ১৬ জনকে আসামি করে হাতীবান্ধায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগটি আমলে নিয়ে পুলিশ শনিবার রাতে কাঁচা ধানসহ দুইজনকে আটক করেছে। তারা হলেন মধ্য গড্ডিমারী গ্রামের আব্দুর জব্বারের পুত্র সফিয়ার রহমান ও তার ভাই শকিল হোসেন। অন্যের জমিতে অনুপ্রবেশ ও ফসল বিনষ্ট করার অভিযোগে সাফিয়ার ও শাকিলকে গ্রেপ্তারের পর রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, ‘কেটে নিয়ে যাওয়া কাঁচা ধান উদ্ধার করে থানায় আনা হয়েছে। আটক দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ