লিডবেটার গলফ একাডেমির আয়োজনে ‘কিডস গলফ টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

289

DSC_0271-(1)

লিডবেটার গলফ একাডেমির আয়োজনে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো “1st Raising Day Kids Golf Tournament 2018”।

লিডবেটার গলফ একাডেমি-বাংলাদেশ গত ১০ জানুয়ারিতে প্রতিষ্ঠার এক বছর পূর্ণ করে ২য় বছরে পদার্পণ করে। লিডবেটার গলফ একাডেমি-বাংলাদেশ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুর্মিটোলা গলফ ক্লাবে তাদের নিজস্ব প্রাঙ্গণে শিশু কিশোরদের জন্য এই টুর্নামেন্টের আয়োজন করে।

১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত তিন দিনের এই টুর্নামেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

টুর্নামেন্টের শেষ দিন গত ১৩ জানুয়ারি শনিবার বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল আব্দুল্লাহিল বাকী, এনডিইউ, পিএসসি।

ইয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও লিডবেটার গলফ একাডেমি-বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মমিন-উদ-দৌলা পুরস্কার প্রদান অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মেজর মেজবাহ্ উদ দৌলা (অব.), নির্বাহী পরিচালক সাহিদ উদ দৌলা, লিডবেটার গলফ একাডেমি-বাংলাদেশের প্রধান কর্মকর্তা মেজর আনিস উল ইসলাম (অব.) এবং টুর্নামেন্টে অংশগ্রহণরত শিশু-কিশোরদের অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা।

ম্প্রতি “লিড বেটার কিডস্ গলফ স্কুল” দুই বছরব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এই পাঠ্যসূচির মূল চার অধীত বিষয় হচ্ছে- লাইফ স্কিলস্, এডুকেশন, ফিডনেস, এবং গলফ । ‘‘জীবনের জন্য গলফ” এই ধারনাটি লিডবেটার কিডস স্কুল দেশজুড়ে ছড়িয়ে দিতে চায়। লিডবেটার গলফ একাডেমি-বাংলাদেশ শিশু কিশোর ও যুবাদের গলফ খেলায় আরো অধিকহারে সম্পৃক্ত করতে চায় যাতে করে পরবর্তী প্রজন্ম বাংলাদেশের সেরা গলফার হিসেবে আত্মপ্রকাশ করতে পারে এবং এদের অনেকেই বিশ্ব আসরে নিজেদের মেলে ধরতে সক্ষম হয়।

উল্লেখ্য, বিশ্বের জনপ্রিয় ইনডোর গলফ একাডেমি “লিডবেটার গলফ একাডেমি-বাংলাদেশ” গত ১০ জানুয়ারি ২০১৭ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন