লেবুর লিফ মাইনর পোকা দমন করবেন যেভাবে

4008

লেবুর লিফ মাইনর = Leaf Miner of Lemon

লক্ষণ

 নিশাচর পোকা রাতে কচি পাতায় গর্ত খুড়ে আঁকা-বাঁকা দাগের সৃষ্টি করে।
 পাতা কুকড়ে যায়, বিবর্ণ হয়ে শুকিয়ে ঝড়ে যায়, গাছ দুর্বল হয়ে পড়ে।
 পাতার সুড়ঙ্গের ভিতর পোকার কীড়া দেখা যায়, আক্রান্ত পাতায় ছত্রাক ও ব্যাকটেরিয়াল ক্যাংকার রোগাক্রান্ত হয়।

প্রতিকার
 আক্রান্ত পাতা পোকাসহ সংগ্রহ করে পুতে ফেলা্।
 বাগান ও গাছ পরিস্কার পরিছন্ন রাখা,বৎসরে দুইবার সুষম মাত্রায় সার প্রয়োগ করা।
 বর্ষা মৌসুম শেষে গাছের অপ্রয়োজনীয়, মৃত, অর্ধমৃত ডালপালা ছাঁটাই করে আলো বাতাস চলাচলের ব্যবস্থা করা।আক্রান্ত অংশ পোকাসহ সংগ্রহ করে পুতে ফেলা।
 কেরোসিন মিশ্রিত ছাই পাতায় ছিটিয়ে পোকা প্রতিরোধ করা য়ায়।
 ডিটারজেন্ট ৩গ্রাম/ লিটার পানি+নিম/ বিষকাঠাঁলী/ ধুতরা/আতা/পেঁপে/ নিশিন্দা/জবা/গাদা ফুলের ১ কেজি পাতা থেতিয়ে১২ ঘন্টা ভিজে ১০ লিটার পানি স্প্রে করা।
 এবামেকটিন ১.৮ই সানমেকটিন (ভাটিমেক/একামাইট/টপটিন বাসকেট/এবোম/এমবুশ/লাকাদ)-২ মিঃলিঃ/লিটার পানিতে মিশে স্প্রে করা।

ফার্মসএন্ডফার্মার/২৪এপ্রিল২০