শুঁটকি নিয়ে দুশ্চিন্তায় দুবলার চরের হাজারো জেলে

128

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিন্মচাপের সৃষ্টি হয়েছে। ফলে মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নিন্মচাপের বন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। সাগর উত্তাল রয়েছে।

নিন্মচাপটি ক্রমান্বয়ে ঘনীভূত হয়ে ওঠায় বৃহস্পতিবার ভোর থেকে মোংলা বন্দরসহসংলগ্ন সাগর ও সুন্দরবন উপক‚লীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ভোরে মোংলার উপকূলে ঝরেছে বৃষ্টিও। এদিকে ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দুপুর পর্যন্ত মোংলা বন্দরসহ উপক‚লের আকাশে সূর্যের দেখা মেলেনি।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, গভীর নিন্মচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ২-৩ দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি উপক‚লীয় এলাকার ওপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বয়ে যাবে।

অন্যদিকে চলতি মাসের শুরুতেই সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে শুঁটকি মৌসুম। বিভিন্ন চরে এ মৌসুমের প্রথম দফায় আহরিত মাছও শুকিয়েছেন জেলেরা। নিম্নচাপের ফলে সেসব শুকনো, আধা শুকনো ও কাঁচা মাছের ক্ষয়ক্ষতির আশঙ্কার দুশ্চিন্তায় পড়েছেন সাগর পাড়ের দুবলার চরের হাজারো জেলে-মহাজন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শুঁটকির ক্ষতির পাশাপাশি সাগর উত্তাল থাকায় জেলেদের মাছ ধরাও বিঘ্নিত হচ্ছে। মৌসুমের শুরুতেই দুর্যোগের কবলে পড়ায় আর্থিক ক্ষতিতে পড়বেন জেলেরা।