শেকৃবিতে ওয়ান হেলথ ওরিয়েন্টেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

334

কুমিলা্র
শেকৃবি সংবাদদাতা: বিশেষজ্ঞদের ধারণা সম্প্রতি আবির্ভূত হওয়া মানুষেরক্ষতিকর সংক্রামক রোগের শতকরা ৭৫ ভাগের  উৎপত্তি বিভিন্ন প্রাণি ও প্রাণিজ পণ্য হতে। এসব মারাত্মক ক্ষতিকর রোগের হাত থেকে মানুষ, প্রাণি ও পরিবেশকে রক্ষা করার জন্য বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে বিভিন্ন ওয়ান হেলথ বিষয়ক সংস্থা।

এরই পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে বাংলাদেশে ওয়ান হেলথ বাংলাদেশ সংস্থাটির কার্যক্রম শুরু হয়।  একই ধারাবাহিকতায় ২০১৬ সালে ৪টি মন্ত্রনালয়ের সমন্বয়ে বাংলাদেশ সরকার ওয়ান হেলথ সেক্রেটারিয়েট গঠন করে ।

ওয়ান হেলথ এর ধারণা ও কার্যক্রমের সাথে পরিচয় করিয়ে দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি ) এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সেমিনার গ্যালারিতে গত ২০ জুন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগ ওয়ান হেলথ সেক্রেটারিয়েট বাংলাদেশের সহযোগিতায় ওয়ানহেলথওরিয়েন্টেশনশীর্ষককর্মশালাটিরআয়োজন করে।

শেকৃবি’র মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান এবং ওয়ান হেলথ বাংলাদেশের জাতীয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য ড. কেবিএম সাইফুল ইসলামের সভাপতিত্বেঅনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

এছাড়া সম্মানিত অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রোগতত্ত্ব,নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. তাহমিনা শিরীন এবং ওয়ান হেলথ বাংলাদেশের কোষাধ্যক্ষ ডা. আবুল কালাম আজাদ।

কর্মশালায় আলোচকরা বিশ্বে বিভিন্ন ক্ষতিকর রোগ-ব্যাধির বিস্তার, প্রভাব ও প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা এবং এক্ষেত্রে ওয়ান হেলথ এর ভূমিকা এবং গুরুত্ব সর্ম্পকে আলোকপাত করেন।

এ ধরনের কর্মশালার গুরুত্ব ও প্রয়োজনীতা প্রসঙ্গে আয়োজনকারী কর্তৃপক্ষ হিসেবে ড. কেবিএম সাইফুল ইসলাম জানান, সারা বিশ্বে ওয়ান হেলথ বা একস্বাস্থ্য এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও বাংলাদেশে এই ধারনাটি তুলনামূলক নতুন। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের একস্বাস্থ্য বিষয়ক প্রাথমিক ধ্যান-ধারণার সৃষ্টি হবে। সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায় মানুষের স্বাস্থ্যের পাশাপাশি যে প্রাণি ও পরিবেশের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত এই বোধ তৈরি হবে এবং সেটা নিয়ে কাজ করার আগ্রহ জন্মাবে।

কর্মশালায়অংশগ্রহনকারী ৫০ জন ভেটেরিনারি শিক্ষার্থীর সুবিধার্থে ফ্রি রেজিস্টেশন এবং কর্মশালা বিষয়ক ম্যাটেরিয়াল বিনা মূল্য প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন