সত্যি অদ্ভূত আকৃতির মাছ!

416

অদ্ভুদ মাছ

দেহ মাছের মতো। মুখ বা মাথাখানি পাখির। সুকুমার রায় থাকলে এমন প্রাণীর নিশ্চয়ই যুৎসই নামকরণ করতেন। যদিও কল্পনার বেড়াজালের বাইরে এই প্রাণী ঘোর বাস্তব। অদ্ভূত মাছটি ধরা পড়েছে এক চীনা মৎস্যশিকারীর ছিপে। দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরের এমন ঘটনায় দেশজুড়ে ঝড় উঠেছে।

মাছটির চেহারা দেখে মনে হচ্ছে এটি সাধারণ রুই-জাতীয় মাছ। কিন্তু এর মাথাটি অবিকল পায়রার মতো এশিয়া ও উত্তর আমেরিকায় এই জাতীয় রুই অতি সাধারণ। কিন্তু এমন মাথাওয়ালা মাছ আগে কখনও দেখা যায়নি বলেই দাবি প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞদের।

জানা গেছে, মাছটিকে ধরা হলেও পরে তাকে আবার পানিতে ছেড়ে দেওয়া হয়। তবে তার আগে অবধারিত ফ্রেমবন্দি করা হয়েছে পাখিমুখী মাছকে। আপাতত ইন্টারনেট মাত করেছে সে ছবি।

এর আগে গত মাসে চীনে আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করে ৩০টি নতুন সামুদ্রিক প্রাণি খুঁজে পাওয়া যায়। সেগুলোর একটি ছিল র‌্যাটফিস, যার বৃহদাকৃতির কান এবং চোখ আছে। যদিও তারা অন্ধ। এই ধরনের প্রাণি এর আগে দেখা যায়নি।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন